Panchayat Election 2023: কেন্দ্রে বিজেপিকে হারাতে মমতার মন্ত্র ‘ওয়ান ইজটু ওয়ান’, পঞ্চায়েতে সেই ফর্মুলা-ই অস্ত্র বিরোধীদের?

Panchayat Election 2023: উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তৃণমূলের মূল প্রতিপক্ষ আবার বাম-কংগ্রেস জোট। দক্ষিণবঙ্গে কোথাও আবার বাম কোথাও বা বিজেপি মূল প্রতিপক্ষ হয়ে লড়তে চাইছে।

Panchayat Election 2023: কেন্দ্রে বিজেপিকে হারাতে মমতার মন্ত্র 'ওয়ান ইজটু ওয়ান', পঞ্চায়েতে সেই ফর্মুলা-ই অস্ত্র বিরোধীদের?
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ঠেকাতে নয়া ফর্মুলা? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 12:03 AM

কলকাতা: শাসককে পর্যুদস্ত করতে সব পক্ষের মুখে একটাই স্লোগান, একের বিপক্ষে এক। এ রাজ্যে বিরোধী শিবিরও শাসক তৃণমূলকে হারাতে একের বিপক্ষে এক নীতির কথা বলছে। উল্টো দিকে মোদীকে হারাতে সর্বভারতীয় স্তরে তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) ফর্মুলাও একের বিপক্ষে এক।   

তৃণমূলকে হারাতে বিরোধী জোটের কথা রাজ্য রাজনীতিতে প্রায়ই শোনা যায়। যে পরীক্ষা নিরীক্ষার ফসল সাগরদিঘি মডেল অথবা নন্দকুমার মডেল। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। শোনা যাচ্ছে, এবারের পঞ্চায়েতের ভোটেও নাকি আসন ভাগাভাগি করেছে বিরোধী দলগুলি। সবথেকে বেশি সমঝোতা করেছে বাম-কংগ্রেস। অন্যদিকে রাজনৈতিক মহলের চালু জল্পনা উত্তরবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর এ বিজেপিই মূল প্রতিপক্ষ শাসক তৃণমূলের কাছে। সেখানে আবার বহু আসনে প্রার্থী দেয়নি বাম-কংগ্রেস। 

উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তৃণমূলের মূল প্রতিপক্ষ আবার বাম-কংগ্রেস জোট। দক্ষিণবঙ্গে কোথাও আবার বাম, কোথাও বা বিজেপি মূল প্রতিপক্ষ হয়ে লড়তে চাইছে। বাংলার রাজনীতিতে যখন এই ওয়ান ইজটু ওয়ান লড়াই এর পদধ্বনি তখন জাতীয় স্তরেও মোদীর বিরুদ্ধে ওয়ান ইজটু ওয়ান ফর্মুলাতেই ভরসা মমতার। সূত্রের দাবি, পটনার বিরোধী জোটের বৈঠকে এই ফর্মুলা নিয়েই সাওয়াল করেছে তৃণমূল। এদিনের বৈঠকে ছিলেন দেশের ১৫টি বিরোধী দলের নেতারা। এই বৈঠক থেকেই বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন মমতা। তৃণমূল সুপ্রিমোর সাফ দাবি, বিজেপি বেকারত্ব, মহিলাদের নিরাপত্তা, ১০০ দিনের কাজ নিয়ে ভাবে না। স্পষ্টই এদিন আশঙ্কা প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, “২০২৪ সালে বিজেপি জিতলে ভবিষ্যতে আর নির্বাচনই হবে না।” মমতার পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও। পদ্ম শিবিরের বিরুদ্ধ লড়াইয়ে একযোগে চলার ডাকও ওঠে।