Recruitment Scam: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট গ্রহণ আদালতের, ‘ভালই হয়েছে’, বলছেন কুন্তলের আইনজীবী

Recruitment Scam: পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ জুলাই। অন্যদিকে আদালতের এই পদক্ষেপে কী বলছেন কুন্তল?

Recruitment Scam: প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট গ্রহণ আদালতের, ‘ভালই হয়েছে’, বলছেন কুন্তলের আইনজীবী
কী বলছেন কুন্তল? Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 9:56 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট গ্রহণ করল আদালত। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও চার্জশিট গ্রহণ করল বিশেষ সিবিআই আদালত। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। সূত্রের খবর, এর আগে চার্জশিট জমা পড়লেও তা গ্রহণ করেনি আদালত। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই (ED-CBI)। গারদের পিছনে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন আমলা। প্রশ্নের মুখে প্রাইমারি, আপার প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক স্কুলের নিয়োগ। একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এরইমধ্যে এ খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে নানা মহলে। যদিও এতে তাঁদের ‘সুবিধাই’ হবে, বলছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদী নওয়াজ। চার্জশিট গ্রহণ করার জেরে ট্রায়াল প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করছেন তিনি। তাঁর মক্কেলের সঠিক বিচার পেতে সুবিধা হবে বলেই তাঁর মত।  

এদিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সিবিআই অনেকদিন আগেই চার্জশিট জমা করে দিয়েছিল। কিন্তু, কোর্ট সেই চার্জশিট গ্রহণ করেনি। এদিন সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে হয়ত কোর্ট সন্তুষ্ট হয়েছে। তারপরই চার্জশিট গ্রহণ করে। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় চার্জশিট নেওয়া হল। এর আগে কোনও মামলায় এখনও পর্যন্ত চার্জশিট গ্রহণ করা হয়নি। যেগুলো জমা হয়েছে সেগুলি কোর্টেই পড়ে আছে।” তিনি আরও বলেন, “এখন চার্জশিট গ্রহণ হওয়ায় ট্রায়াল তাড়াতাড়ি শুরু করার ক্ষেত্রে সুবিধা হবে। ট্রায়ালের পরেই মামলার সত্যতা বিচার হবে। আমাদের তো সুবিধাই হল।”  

এদিন আলিপুর কোর্টেই বসে সিবিআইয়ের বিশেষ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ জুলাই। অন্যদিকে আদালতের এই পদক্ষেপে কী বলছেন কুন্তল? এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি বিশেষ কিছুই বলতে চাইলেন না তিনি। শুধু প্রিজন ভ্যানে ওঠার মুখে বারবার বললেন, “সাংবাদমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। আপনারা তো সবই দেখছেন। আপনারাই বিচার করুন।”