মা উড়ালপুলের উপর ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ১
ফের মা উড়ালপুলের ওপর ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে গাড়িটি ব্রীজের দেওয়ালে ধাক্কা মেরে পাল্টি খায়।
কলকাতা: ফের মা উড়ালপুলের ওপর ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে গাড়িটি ব্রীজের দেওয়ালে ধাক্কা মেরে পাল্টি খায়। গুরুতর জখম অবস্থায় চালক উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সাড়ে আটটা নাগাদ পার্ক সার্কসগামী একটি সুইফট ডিজায়ার গাড়ি বাইপাসের দিক থেকে আসছিল। প্রচণ্ড গতিতে গাড়িটি মা উড়ালপুলের ৪ নম্বর ব্রিজের ওপর বামপাশের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তায়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। দুর্ঘটনার পর ওই গাড়িটির পিছনে থাকা আর একটি গাড়ির চালক এসে উদ্ধার করে আহতকে। তবে এখনও পর্যন্ত ওই গাড়ির চালকের কোন সন্ধান পায়নি পুলিশ। এদিকে গাড়িতে রক্তের দাগ স্পষ্ট।
দুর্ঘটনায় আহত গাড়ি চালক মদ্যপ ছিলেন কিনা তা স্পষ্ট নয়। পুলিশ ব্রিজের ওপর সিসিটিভি এবং স্পিড মিটার পরীক্ষা করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কড়েয়া থানার পুলিশ।
আরও পড়ুন: ইয়াসের জন্য আরও ৪১টি ট্রেন বাতিল, বিমানবন্দরেও কড়া সতর্কতা
গাড়িটিকে আটক করে ক্রেন দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে অল্প সময়ে মা ফ্লাইওভার এর ওপর যান চলাচল ব্যাহত হয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।