Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paresh Adhikari at ED office: ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, সকন্যা পরেশ বেরিয়ে বললেন, যা বলার সময় বলবে

CGO: শুক্রবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়েকে।

Paresh Adhikari at ED office:  ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, সকন্যা পরেশ বেরিয়ে বললেন, যা বলার সময় বলবে
মন্ত্রী পরেশ অধিকারী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 11:39 PM

কলকাতা: নিয়োগ মামলায় পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। শুক্রবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়েকে। এই অঙ্কিতার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে অঙ্কিতাকে চাকরিও ছাড়তে হয়। এর আগে কয়েক দফায় পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে এবারই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন তাঁর কন্য়া অঙ্কিতা।

এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের মাঝেই এদিন ইডির দফতরে হাজিরা দেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে। ইডি সূত্রে খবর, পরেশের বাড়ি থেকে যে ল্যাপটপ ও কাগজপত্র বাজেয়াপ্ত করা হয় সেই ল্যাপটপটি এদিন সকন্যা পরেশের সামনে খোলা হয়। কাগজপত্র নিয়েও বাবা-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। প্রায় ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, সময় আসলেই সবটা বোঝা যাবে।

৯ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ অধিকারী বলেন, বাড়ি থেকে কাগজপত্র ও যে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল সেই ল্যাপটপই আজকে আমাদের সামনে খোলা হয়। সারাদিন এই কাজই চলল। মেয়েকেও ওই কথাই জিজ্ঞাসা করেছে। আরও যেসব নথি ওদের কাছে আছে তার কপি দেওয়ার কথা ছিল তা আজ দেয়নি। পরে হয়ত দেবে।” সাংবাদিকরা জানতে চান, পরেশ ও তাঁর কন্যার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে তা কি ভিত্তিহীন? পরেশের সংক্ষিপ্ত উত্তর, “যখন সময় আসবে সবই বোঝা যাবে।”