Partha Chatterjee arrest: রাতভর তল্লাশির পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee arrest: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চালানো হয় তল্লাশি। মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২০ কোটি টাকা।

Partha Chatterjee arrest: রাতভর তল্লাশির পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়
গ্রেফতার পার্থ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 10:08 AM

কলকাতা: গ্রেফতার হলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করলেন ইডি আধিকারিকেরা। অভিযোগ, টাকার উৎস নিয়ে বারবার বয়ান বদল করেছেন পার্থ। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। এরপরই গ্রেফতারির সম্ভাবনা জোরাল হয়। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই চলছিল চাপান উতোর। ম্যারাথন জিজ্ঞাসাবাদ যে ক্রমশ গ্রেফতারির দিকে এগোচ্ছে, তা বুঝতে বাকি ছিল কারও। অবশেষে সমস্ত জল্পনায় যবনিকা ফেলে গ্রেফতার করা হল পার্থকে। শুক্রবার কাল সাড়ে ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। প্রায় ২৪ ঘণ্টা ধরে পার্থর বাড়িতে ম্যারথন তল্লাশি চালান তাঁরা। পার্থর উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

সকাল ১০ টা নাগাদ তাঁকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কনভয় করে তাঁকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার ঘোরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দিল্লি থেকে দুই ইডি আধিকারিক কলকাতা এসেছেন বলে জানা যাচ্ছে।

বাম জমানায় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রথ সারির নেতা হিসেবেই পরিচিত তিনি। শিক্ষা দফতর, শিল্প দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও তাঁর জায়গা বেশ গুরুত্বপূর্ণ। তৃণমূল মহাসচিব তিনি। তাই তাঁর এই গ্রেফতারি রাজ্য তথা শাসক দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।