বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, বিপাকে আমজনতা

সারা ভারতে (India) পেট্রোল-ডিজেলের (Petrol and Diesel) দাম বেড়েছে

বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, বিপাকে আমজনতা
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 14, 2021 | 2:39 PM

কলকাতা: ভোটের পর থেকেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৩৪ পয়সা বেড়েছে। এখন লিটারপ্রতি পেট্রোলের দাম ৯২ টাকা ৪৪ হল। লিটারপ্রতি ডিজেলের (Diesel) দাম হল ৮৫ টাকা ৭৯ পয়সা। ভোট মিটতেই পেট্রোপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা।

করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে পেট্রোপণ্যের চাহিদাও কমেছে অনেকটা। তাই পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তা থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

ফেব্রুয়ারি থেকেই ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ইত্যাদি রাজ্যে নির্বাচনের কারণে কিছুদিন দাম বাড়েনি জ্বালানির। এর পর নির্বাচন শেষ হয়ে গেলে ফের বাড়তে শুরু করে পেট্রোল-ডিজেলের দাম। এর আগে মঙ্গলবার প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। ডিজেলের দাম ৮৩ টাকা ৭৮ পয়সা ছিল। তারপর গত তিন দিন ধরে সারা ভারতে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে।

সারা বিশ্বে এখন জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। তাছাড়া করোনার কারণে নানা বিপর্যয়ের সম্মুখীন সারা দেশ। এমন পরিস্থিতিতে আরও অনেক প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন। সারা দেশের নানা জায়গায় আংশিক লকডাউন চলছে। লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের সংখ্যাও কমে গিয়েছে। এর ফলে অনেকেই ব্যক্তিগত গাড়িতে নানা জায়গায় যাতায়াত করছেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।