প্রতিশ্রুতির চেয়ে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে অনেক কম টাকা! বকেয়া আদায়ের লড়াইয়ে মমতা
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার থেকেই কিসান সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Nidhi Project) ২ হাজার টাকা করে পাবেন কৃষকরা। বকেয়া টাকা আদায়ের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কলকাতা: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার থেকেই কিসান সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Nidhi Project) ২ হাজার টাকা করে পাবেন কৃষকরা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ থেকে ২১ লক্ষ ৮৯ হাজার কৃষকের নাম সরাসরি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। ১৪ লক্ষ ৯১ হাজার কৃষকের নাম যাচাই করে নিয়েছে রাজ্য। তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। বাকিদেরও যাচাই করে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ইতিমধ্যেই বাংলার কৃষকদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
চিঠিতে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে ১৮ হাজার টাকা করে দেওয়া কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি থেকে অনেক কম টাকা পাচ্ছেন কৃষকরা। বাকি টাকা আদায়ের জন্য লড়াই চলবে।” চিঠিতে সেই বিষয়টিও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
বাংলার কৃষকদের ২ লক্ষ টাকা করে তিন কিস্তিতে দেওয়া হবে। বাংলার ৭ লক্ষেরও বেশি কৃষকদের অনুদান দেওয়া হবে। অনুদান পেতে আবেদন করেছে বাংলার ৪০ লক্ষ কৃষক। রাজ্যের স্বরাষ্ট্র দফতর টুইট করেছে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাত লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রথম কিস্তির টাকা পেলেন। তাঁদের অ্যাকাউন্টে সরাসরি, কৃষকদের অধিকার আদায়ের জন্য রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে।”
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ঘোষণা করেছেন, কিসান নিধি প্রকল্পে প্রাপ্য অর্থ দেওয়া হবে প্রত্যেক কৃষককে। এই হাতিয়ারের ওপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে পারেনি মোদী-শাহ জুটি। মোদী বারবার অভিযোগ তুলেছিলেন, “এটাই আফসোস যে পুরো ভারতের কৃষকরা কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সব মতাদর্শের সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি।” ক্যারিশ্মা দেখিয়েছেন মমতাই।
ক্ষমতায় আসার চার দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনও পর্যন্ত রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষি নাম নথিভুক্ত করিয়েছেন। তাদের মধ্যে ১৪.৯১ লক্ষ কৃষকের তথ্য যাচাই রাজ্য সরকার করে দিয়েছে। এবং সেই অ্যাকাউন্টগুলিতে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। মমতা আবেদন করেছিলেন, চাষিদের অ্যাকাউন্টে যেন টাকাগুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হয়।
রাজ্যের যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন, তাঁদেরকে শুক্রবার থেকেই ২০০০ টাকা করে প্রথম দফায় দেওয়া হচ্ছে। গোটা দেশজুড়ে ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে ১৯ হাজার কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতাভুক্ত কৃষক সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫৫ হাজার। তবে একটি বিষয়ে ধোঁয়াশা ছিল, ভোট পূর্ববর্তী সময়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী এও ঘোষণা করেছিলেন, বকেয়া টাকাও কৃষকদের দেওয়া হবে। কিন্তু এখন কেবল দেওয়া হচ্ছে ২ হাজার। বাকি টাকা আদায় করা হবে বলেও আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।