Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Carnival 2022: কলকাতায় কার্নিভালের আলোর ছটা, সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন মমতাও

কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 11:56 AM
করোনা ফাঁড়া কাটিয়ে প্রায় ২ বছর পর ফের কার্নিভালের আলোর ছটায় সেজে উঠল কলকাতা।

করোনা ফাঁড়া কাটিয়ে প্রায় ২ বছর পর ফের কার্নিভালের আলোর ছটায় সেজে উঠল কলকাতা।

1 / 8
এই বছর পুজোর কার্নিভালে অংশ নিল ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য চার মিনিট করে সময় বরাদ্দ করা ছিল।

এই বছর পুজোর কার্নিভালে অংশ নিল ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য চার মিনিট করে সময় বরাদ্দ করা ছিল।

2 / 8
কার্নিভালে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশে জোড় হাত নমস্কার জানান তিনি।

কার্নিভালে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশে জোড় হাত নমস্কার জানান তিনি।

3 / 8
মমতার সঙ্গে ছিলেন টলিউডের সেলিব্রিটিরাও। শেষ বেলায় বিজয়ার আনন্দে মেতে ওঠেন সকলেই।

মমতার সঙ্গে ছিলেন টলিউডের সেলিব্রিটিরাও। শেষ বেলায় বিজয়ার আনন্দে মেতে ওঠেন সকলেই।

4 / 8
কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছিল।

কার্নিভালকে কেন্দ্র করে রেড রোডে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। রেড রোড সহ গোটা ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছিল।

5 / 8
কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।

6 / 8
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়। সূত্রের খবর, কার্নিভালের অনুষ্ঠানে ১৫ হাজারের কাছাকাছি দর্শক ছিলেন।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া হয়। সূত্রের খবর, কার্নিভালের অনুষ্ঠানে ১৫ হাজারের কাছাকাছি দর্শক ছিলেন।

7 / 8
কলকাতার ৯৪টি পুজো কমিটির দেবী প্রতিমাকে দেখা গেল এবারের কার্নিভালে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ৮১টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার ১৩টি পুজো ছিল। কার্নিভালেই রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী।

কলকাতার ৯৪টি পুজো কমিটির দেবী প্রতিমাকে দেখা গেল এবারের কার্নিভালে। এর মধ্যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকার ৮১টি ও রাজ্য পুলিশের অধীন এলাকার ১৩টি পুজো ছিল। কার্নিভালেই রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী।

8 / 8
Follow Us:
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!