PIL: নয়া ‘দুর্নীতি’র মামলা কলকাতা হাইকোর্টে, এবার SC-ST-OBC স্কলারশিপে প্রশ্ন
Calcutta High Court: পুলিশ ও বিডিওদের অভিযোগ জানিয়েও এই চক্র বন্ধ করা যায়নি বলে দাবি মীর সেলিমের। মামলাকারীর আরও দাবি, অভিযুক্তরা গ্রেফতার হলেও তারা জামিন পেয়ে যাচ্ছেন। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি। সেখানেই সিবিআই তদন্তের আবেদন জানান।
কলকাতা: এসসি, এসটি, ওবিসি স্কলারশিপে দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, এসসি, এসটি, ওবিসির জাতিগত শংসাপত্র জালিয়াতি করে এক চক্র কোটি কোটি টাকা তুলে নিচ্ছে। সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উত্তর দিনাজপুরের জনৈক মীর সেলিম। মামলাকারী মীর সেলিমের দাবি, রাজ্যের স্কুলগুলিতে এসসি, এসটি ও ওবিসি ক্যাটেগরির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু বেশ কিছু দিন ধরেই রাজ্যে একটা চক্র চলছে। অভিযুক্তরা ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট জালিয়াতি করে ওই টাকা তুলে নিচ্ছে।
পুলিশ ও বিডিওদের অভিযোগ জানিয়েও এই চক্র বন্ধ করা যায়নি বলে দাবি মীর সেলিমের। মামলাকারীর আরও দাবি, অভিযুক্তরা গ্রেফতার হলেও তারা জামিন পেয়ে যাচ্ছেন। তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি। সেখানেই সিবিআই তদন্তের আবেদন জানান।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও একটি মামলা করেন হাইকোর্টে। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রীয় প্রকল্পের জন্য কমন সার্ভিস সেন্টার চালু হলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যে। বদলে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সুকান্তর বক্তব্য, বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে থাকা নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। তবে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি বন্ধ করে দেওয়ার কারণ কী? কেন কমন সার্ভিস সেন্টার বন্ধ হল, কেনই বা বাংলা সহায়তা কেন্দ্র খোলা হল তা জানতে চান হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ওয়াকিবহাল মহল নতুন করে মীর সেলিমের মামলা বিড়ম্বনা বাড়াল রাজ্যের।