করোনার মাথাচাড়াতেও হেলদোল নেই রাজনৈতিক দলগুলির, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
এ ব্যাপারে নির্বাচন কমিশনের (Election Commission) হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যে চিঠিও লিখেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
কলকাতা: একদিকে বিধানসভা (Bengal Assembly Election) ভোট। অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত। আতঙ্ক-উদ্বেগে দিন কাটছে আম-জনতার। উদ্বিঘ্ন চিকিৎসকমহলও। করোনা পরিস্থিতিতেও জায়গায় জায়গায় ব্যাপক জমায়েত, বিশাল সভা সমাবেশ করছে রাজনৈতিক দলগুলি। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যে চিঠিও লিখেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। কিন্তু তাতে কমিশন উদাসীন বলে দাবি ফোরামের সদস্যদের। তাই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
মামলাকারীর বক্তব্য, করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ভ্রুকূটিতে ত্রস্ত দেশ। এ রাজ্যের ঘাড়েও নিঃশ্বাস ফেলছে বিপদ। অথচ তার মধ্যেও ভোট নিয়ে রাজনৈতিক দলগুলির লাফালাফিতে কোনও কমতি নেই। এভাবে এগোলে বড় বিপদের মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। এ বিষয়ে কমিশনের ভূমিকাও সন্তোষজনক হয়। তাই আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করুক, দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ।
আরও পড়ুন: ‘সরকার মিথ্যা মামলায় ফাঁসালেও জিতব আমরাই’! কোন মন্ত্রে জয়, জানালেন মুকুল
রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফচিত্র ক্রমেই উর্ধ্বমুখী। সংক্রমণের হার ছিল ১.৩৫ শতাংশ। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১.৭৮ শতাংশ। কলকাতায় পজিটিভ রেট ৩.০৪ শতাংশ। রাজ্যের ২৩ টি জেলায় করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে পেরে একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। সংক্রমণের হারের নিরিখে প্রথম স্থানে কলকাতা, পশ্চিম বর্ধমান দুই নম্বরে, তারপর উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। মোট ১৯টি জেলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের। এরইমধ্যে আবার আট দফার নির্বাচন।