SFI-এর বিধানসভা অভিযানে অনুমতি নেই পুলিশের, সৃজনের হুঙ্কার, ‘মিছিল হবেই’
SFI: এখনও পর্যন্ত যা খবর, শিয়ালদহ থেকে মিছিল আর আর এভিনিউতে আটকাতে পারে পুলিশ। অন্যদিকে হাওড়ার দিক থেকে আসা মিছিলটি বেন্টিঙ্ক স্ট্রিটের কাছে আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।

কলকাতা: শুক্রবার একেই রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। তার উপর আবার এসএফআই-এর (SFI) তরফে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামিকাল। বিকল্প শিক্ষানীতি ও স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এসএফআই। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। আগামিকাল পরীক্ষার কারণ দেখিয়ে এসএফআই-এর মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে। যদিও মিছিল কোথায় আটকানো হবে, সেই বিষয়টি পুলিশের তরফে স্পষ্ট করা না হলেও, জানা যাচ্ছে, পুলিশ এসএফআই-এর মিছিল বেশি দূর এগোতে দেবে না। তবে এখনও পর্যন্ত যা খবর, শিয়ালদহ থেকে মিছিল আর আর এভিনিউতে আটকাতে পারে পুলিশ। অন্যদিকে হাওড়ার দিক থেকে আসা মিছিলটি বেন্টিঙ্ক স্ট্রিটের কাছে আটকানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।
এদিকে পুলিশের তরফে অনুমতি না মেলার পর হুঙ্কার দিয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। আগামিকালের কর্মসূচি প্রসঙ্গে ফেসবুকে সৃজন লিখেছেন, ‘ওদের অনুমতি চেয়েছে কে? মিছিল হবেই।’ অর্থাৎ, বোঝাই যাচ্ছে পুলিশি অনুমতি না থাকলেও নিজেদের কর্মসূচির পথ থেকে সরছেন না বাম ছাত্র নেতারা। পিছু হটতে নারাজ এসএফআই নেতারা। এর আগে গতকালই সৃজন ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘আমাদের বিধানসভা অভিযানে যদি পুলিশ গুড় বাতাসা নিয়ে হাজির হয়, আমরা তাদের মুখে ল্যাংচা রসগোল্লা গুঁজে দেব। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটো মিছিল হবে। এই সময় এই মিছিল না করতে পারলেই খুশি হতাম। কিন্তু রাজ্য সরকার বিধানসভা অধিবেশনের সময় সীমিত করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বিধানসভা চলাকালীন এই অভিযানের ডাক দিয়েছি।’
বাম ছাত্র সংগঠনের এই বিধানসভা অভিযান কর্মসূচি প্রসঙ্গে এদিন বিকেলে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এসএফআই মিছিল করতেই পারে , তবে ওরা যত নামবে.. তত সিপিএম জমানার নৈরাজ্য আমরা বলব।’ তখনও অবশ্য এসএফআই-এর কর্মসূচিতে পুলিশি নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ্যে আসেনি।





