R G Kar: ‘বডির সামনে বসেই সেই রাতে মিটিং করেছিলেন সন্দীপ ঘোষ’, রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিলেন প্রাক্তন বিচারপতি

R G Kar: "তবে শোনা কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। সিবিআই-এর যে জিজ্ঞাসাবাদ চলছে, তার রিপোর্ট জমা পড়বে। সেখান থেকে আমরা খানিকটা খানিকটা জানতে পারব।"

R G Kar: 'বডির সামনে বসেই সেই রাতে মিটিং করেছিলেন সন্দীপ ঘোষ', রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আরও ভয়ঙ্কর তথ্য দিলেন প্রাক্তন বিচারপতি
সন্দীপ ঘোষ সম্পর্কে বিস্ফোরক তথ্য Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 9:31 PM

কলকাতা: আরজি কর কাণ্ডের পর রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ও। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে কথা ওঠে। সে প্রেক্ষিতে বিস্ফোরক দাবি করেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, “ওঁ তো মহাগুরু, প্রিন্সিপ্যাল। সুতরাং তাঁর ভূমিকা তো আছেই।”

তিনি দাবি করেন, “এখন তো শোনা যাচ্ছে, মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল ও অত্যাচার করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ ও অন্যান্য মহাগুরুরা যে ঘরে মৃতদেহ রাখা হয়েছিল, সেখানে বলে মিটিং-ইত্যাদি করেছিলেন। এ সবই শোনা কথা।” সঙ্গে এটাও দাবি করেন, ” তবে শোনা কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। সিবিআই-এর যে জিজ্ঞাসাবাদ চলছে, তার রিপোর্ট জমা পড়বে। সেখান থেকে আমরা খানিকটা খানিকটা জানতে পারব।”

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে  সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে ডেকেছিল। সে কথা কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন সন্দীপের আইনজীবী। ডাকলেও সিবিআইয়ের ডাকে সাড়া দেননি সন্দীপ। শক্রবার তাঁকে রাস্তা থেকেই তুলে নিয়ে যায় সিবিআই। এখন আপাতত সিবিআই-এর হেফাজতেই রয়েছেন সন্দীপ ঘোষ।