Rain in Kolkata: কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি কলকাতায়, কালবৈশাখীর দেখা মিলতে পারে ৬ জেলায়

Rain in Kolkata: আবহাওয়া দফতর বলছে শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় ঝোড়ো বাতাসের তীব্রতা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Rain in  Kolkata: কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি কলকাতায়, কালবৈশাখীর দেখা মিলতে পারে ৬ জেলায়
কেমন থাকবে কলকাতার আকাশImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2024 | 1:13 PM

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সকাল থেকে মুখ ভার আকাশের। দুপুরেই কলকাতায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ। 

আবহাওয়া দফতর বলছে জোড়া নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর মধ্যে একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে। সেটি ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে  পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত গিয়েছে। এটি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার উপর দিয়েও গিয়েছে।  

আবহাওয়া দফতর বলছে শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় ঝোড়ো বাতাসের তীব্রতা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এখনই তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই বলেই জানা যাচ্ছে।