বঙ্গোপসাগরের নিম্নচাপের হাত ধরে বাংলায় ঢুকছে বর্ষা, আজ থেকেই শুরু বৃষ্টির দাপট
গোটা রাজ্যেই বর্ষা বিস্তার ছড়াবে কয়েক দিনের মধ্যেই। জেলায় জেলায় চলবে বৃষ্টির ব্যাটিং।
কলকাতা: গত কয়েকদিন ধরে খামখেয়ালি আবহাওয়ায় অস্থির বাংলা। কখনও প্রবল গরমে বাড়ছে অস্বস্তি, আবার কখনও বিকেলের ঝড়-বৃষ্টিতে মিলছে খানিক স্বস্তি। তবে এবার আর দেরি নয়, রাজ্যে আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়ছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন হচ্ছে এ রাজ্যে। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে কোথাও কোথাও।
পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় এই বর্ষার আগমন ঘটবে দিন কয়েকের মধ্যেই। ১১ জুন, শুক্রবার তৈরি হবে নিম্নচাপ। আর তার জেরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ১৩ তারিখের মধ্যে রাজ্যের সব জায়গায় বর্ষা পৌঁছে যাবে। আগামী কয়েক দিনে দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
আজ ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়, আগামিকালও দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া, হুগলি, কলকাতার কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১২ তারিখে পশ্চিমে জেলা বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামে ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। ১৩ তারিখ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় চলবে বৃষ্টি।
উত্তরবঙ্গেও নামবে বৃষ্টি। আজ দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। ১২ ও ১৩ তারিখে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। ১৩ তারিখে দুই দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। এই নিম্নচাপ তৈরির সময় অর্থাৎ আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, আজ শহরের বিভিন্ন জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০কিলোমিটার বেগে বইবে হাওয়া। দুপুরের মধ্যেই বৃষ্টি আসবে বলে জানা গিয়েছে।