DG Rajeev Kumar: শাহজাহান এখনও অধরা কেন? রাজীব কুমার দিলেন জবাব…
Rajeev Kumar: এদিন রাজীব কুমার বলেন, "ওখানে কিছু এলাকায় আমরা ১৪৪ ধারা বলবৎ করেছি। শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য। আমরা ৬ তারিখের আগে কোনও অভিযোগ পাইনি। আমাদের মহিলা উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।" এমনকী ৬ তারিখের আগে তাঁদের কাছে কোনও অভিযোগ পর্যন্ত জমা পড়েনি বলে জানান ডিজি।
কলকাতা: সন্দেশখালিকাণ্ডে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠতেই বিষয়টি ঠেলেন ইডির ঘাড়ে। রাজীব কুমারের স্পষ্ট বক্তব্য, অভিযোগ তো ছিল ইডির কাছে। তারা কি গ্রেফতার করেছে? একইসঙ্গে এদিন রাজীব কুমার জানান, যে কোনও অভিযোগ পেলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালি নিয়ে যা যা অভিযোগ এসেছে, সবটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, যৌন নির্যাতনের কোনও অভিযোগ পুলিশ পায়নি। একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন।
এদিন রাজীব কুমার বলেন, “ওখানে কিছু এলাকায় আমরা ১৪৪ ধারা বলবৎ করেছি। শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য। আমরা ৬ তারিখের আগে কোনও অভিযোগ পাইনি। আমাদের মহিলা উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন।” এমনকী ৬ তারিখের আগে তাঁদের কাছে কোনও অভিযোগ পর্যন্ত জমা পড়েনি বলে জানান ডিজি।
সন্দেশখালিতে ১৪৪ ধারা বলবৎ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এ নিয়ে শনিবার রাজীব কুমার বলেন, “আমরা এলাকাভিত্তিক রিভিউ করব। যেখানে ১৪৪ ধারার প্রয়োজন নেই আমরা তা সরিয়ে নেব।” একইসঙ্গে শাহজাহানের লোকজনের বিরুদ্ধে জমি দখলের যে সাংঘাতিক সব অভিযোগ গ্রামবাসী করেছিলেন, সে প্রশ্নের জবাবে ডিজি জানান, রবিবার থেকেই ভূমি দফতরের বিশেষ দল সেখানে যাবে। শিবির করবে সেখানে। যাঁদের অভিযোগ আছে তা নিঃসঙ্কোচে জানাতে পারবেন বলেও জানান রাজীব কুমার।