TMC on Shibu Hazra Arrest: শুধু মুখে বলে না, কাজেও করে দেখায় মমতা-সরকার; শিবু গ্রেফতার হতেই বড়াই তৃণমূলের
SandeshKhali Incident Update: উত্তম সর্দারের পর সন্দেশখালি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শিবুপ্রসাদ গ্রেফতার হতেই সন্দেশখালির মহিলাদের মধ্যে খুশির হাওয়া। যদিও শাহজাহানের গ্রেফতারির দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। বসিরহাট পুলিশ শিবু হাজরাকে ধরতেই মমতা সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরছে তৃণমূল। যদিও গ্রেফতারিতে দেরি এবং টালবাহানা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, সিপিএম।
কলকাতা: সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের শাগরেদ শিবু হাজরাকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। উত্তম সর্দারের পর সন্দেশখালি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শিবুপ্রসাদ গ্রেফতার হতেই সন্দেশখালির মহিলাদের মধ্যে খুশির হাওয়া। যদিও শাহজাহানের গ্রেফতারির দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। বসিরহাট পুলিশ শিবু হাজরাকে ধরতেই মমতা সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরছে তৃণমূল। যদিও গ্রেফতারিতে দেরি এবং টালবাহানা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, সিপিএম।
শিবু হাজরা গ্রেফতার হতেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, “আরও এক বার প্রমাণিত হল, তৃণমূলের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কলকাতা পুরনিগমের তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে আরাবুল ইসলাম। কারও ক্ষেত্রেই দল রেয়াত করেনি। সন্দেশখালির এই ঘটনায় উত্তম সর্দারকে আগে গ্রেফতার করা হয়েছিল। এবার শিবু হাজরাকে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন তৃণমূল সরকার নিরপেক্ষভাবে কাজ করেন। আমাদের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার কথা বার বার বলেছেন। ডিজিপি-ও বলেছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তৃণমূল সরকারের সপক্ষে সওয়াল করেই বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেছেন শান্তনু সেন। গুজরাটের মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্থার ঘটনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।
শিবু হাজরার গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “এই শিবু হাজরাকে এতদিন পুলিশ নিরাপত্তা দিয়েছে। তাঁর বাড়িতে পুলিশ পোস্টিং ছিল। এখন বেকায়দায় পড়ে শিবু হাজরাকে গ্রেফতার করেছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “সভ্য সমাজে যাঁদের থাকার কথা নয়, তাঁরা অপরাধ করেও প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। প্রশ্রয় ছিল বলেই তো পুলিশ এতদিন ধরেনি। আজ ক্লিয়ারেন্স দিতেই গণধর্ষণের মামলা যুক্ত হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।”