Sandeshkhali: গ্রেফতার শাহজাহানের শাগরেদ শিবু হাজরা

Shibu Hazra Arrest: এই শিবু হাজরার বিরুদ্ধেই সন্দেশখালির গ্রামের মহিলারা সাংঘাতিক সব অভিযোগ তুলেছিলেন। তাঁর লোকজনই গ্রামের মহিলাদের বিকালের পর পার্টি অফিসে তুলে নিয়ে যেতেন বলে অভিযোগ ওঠে। নানা অসামাজিক কাজে শিবুর নাম যেমন জড়ায়, যৌন নির্যাতনের মত ঘটনাতেও নাম ওঠে শিবু হাজরার।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2024 | 8:34 PM

কলকাতা: উত্তম সর্দারের পর এবার গ্রেফতার শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা। সন্দেশখালি-২ ব্লকের সভাপতি তিনি। গ্রামের মহিলারা একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছিল এই শিবুর বিরুদ্ধে। শনিবার বসিরহাট থানার পুলিশ গ্রেফতার করে শিবুকে। শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শিবু হাজরার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ থেকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত ওঠে। এখানেই শেষ নয় গণধর্ষণের ধারাও যুক্ত হয়েছে তাঁর বিরুদ্ধে। এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে এদিন দুপুরেই পুলিশ একটি নতুন ধারা যুক্ত করে শিবুর বিরুদ্ধে। তারপরই এদিন সন্ধ্যায় শিবুর গ্রেফতারির খবর সামনে আসে।

এই শিবু হাজরার বিরুদ্ধেই সন্দেশখালির গ্রামের মহিলারা সাংঘাতিক সব অভিযোগ তুলেছিলেন। তাঁর লোকজনই গ্রামের মহিলাদের বিকালের পর পার্টি অফিসে তুলে নিয়ে যেতেন বলে অভিযোগ ওঠে। নানা অসামাজিক কাজে শিবুর নাম যেমন জড়ায়, যৌন নির্যাতনের মত ঘটনাতেও নাম ওঠে শিবু হাজরার।

উত্তম সর্দার গ্রেফতার হলেও কেন শিবুকে গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে ক্ষোভ বেড়েই চলেছিল সন্দেশখালিতে। এই আবহে শনিবার গ্রেফতার করা হয় শিবুকে। এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ এলে সবটা খতিয়ে দেখা হবে। কাউকে ছাড়া হবে না। শনিবারই শিবুর বিরুদ্ধে আদালতের নির্দেশে দু’টি ধারা যোগ করে পুলিশ। একটি গণধর্ষণের ধারা, আরেকটি গণধর্ষণের চেষ্টার ধারা। আর এদিনই গ্রেফতার শিবু।