Rashid Khan on Padma Award: রশিদ খানকে নিয়ে ‘উত্তর প্রদেশ-রাজনীতি’! কী বলছেন স্বয়ং ওস্তাদ?

Rashid Khan on Padma Award: পদ্ম পুরস্কারের তালিকায় নাম রয়েছে সঙ্গীত শিল্পি রশিদ খানের। পুরস্কারের তালিকায় তাঁকে উত্তর প্রদেশের বলে উল্লেখ করা হয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই তিনি রয়েছেন কলকাতায়।

Rashid Khan on Padma Award: রশিদ খানকে নিয়ে 'উত্তর প্রদেশ-রাজনীতি'! কী বলছেন স্বয়ং ওস্তাদ?
পদ্ম ভূষণ পাচ্ছেন রশিদ খান
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2022 | 3:15 PM

কলকাতা : বলা হয় শিল্পীর কোনও জাত-ধর্ম হয় না, দেশ-কালও হয় না। আর সঙ্গীত শিল্পী হিসেবে রশিদ খানের জনপ্রিয়তা সারা দেশে। সারা বিশ্ব জুড়ে কনসার্ট করেন তিনি। এবার পদ্ম পুরস্কারের তালিকায় তাঁর নাম রয়েছে। শিল্পকলায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি। কয়েক দশক ধরে তিনি কলকাতায় থাকলেও পুরস্কারের তালিকায় তাঁকে উত্তর প্রদেশের বলে উল্লেখ করা হয়েছে। যদিও জন্মসূত্রে তিনি উত্তর প্রদেশের। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক মহলের একাংশ এতে রাজনীতির ছাপ দেখছে। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোট সমীকরণের কথা মাথায় রেখে রশিদ খানের নামের পাশে সেই রাজ্যের কথা লেখা হয়েছে বলে দাবি তাঁদের। যদিও এই তত্ত্বে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শিল্পী।

উত্তর প্রদেশের সঙ্গে নাম মিলিয়ে রাজনীতি?

মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রকাশিত হয় পদ্ম পুরস্কারের তালিকা। আর সেখানে পদ্ম ভূষণ প্রাপকের তালিকায় নাম রয়েছে রশিদ খানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রশিদ খানকে উত্তর প্রদেশের বলার মধ্যে রাজনীতি আছে। এই প্রসঙ্গে Tv9 বাংলার মুখোমুখি হয়ে শিল্পী বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। সব নেতা, সব দলের লোকই আমার কাছে আসে। উত্তর প্রদেশে আমার জন্ম, দেশের বাড়ি আছে। তবে ভোটের আগে আমার নাম উত্তর প্রদেশের সঙ্গে মিলিয়ে কী রাজনীতি হল, তা রাজনীতির লোকেরাই বলতে পারবে। আমি তো উত্তর প্রদেশের, কলকাতার, গোটা দেশের।’

তবে এ রাজ্যের জন্য সম্মান আনতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন উস্তাদ রশিদ খান। তিনি বলেন, ‘আমি কলকাতার মানুষ। ৪০ বছর ধরে আছি। আমি রাজ্যের জন্য পদ্ম সম্মান আনতে পেরেছি , এটা আমার কাছে আনন্দের।’

‘সন্ধ্যা দি-র অপমান হয়েছে’

কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দেশের মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে , সেখানে আমি আর কিছু দেখি না।’

এই প্রসঙ্গে, এ দিন রশিদ খান বলেন, ‘সন্ধ্যাদি-র বিষয় টা আমাদের কাছে লজ্জার। এত প্রবীণ একজন শিল্পী, তাঁকে ফোন করে পদ্মশ্রী দেওয়ার কথা বলা হল এই বয়সে। অন্তত পদ্ম বিভূষণ দেওয়া উচিৎ ছিল। সন্ধ্যা দির অপমান হয়েছে’। ওনার মত বড় শিল্পীর অসম্মানই হয়েছে বলে দাবি করেন রশিদ খান।

‘অনিন্দ্য দা অনেক বড় শিল্পী’

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন আরও এক শিল্পী তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অনেক দিন আগেই পদ্মশ্রী পাওয়া উচিৎ ছিল তাঁর। এত দিন পরে এসে পদ্মশ্রী পাওয়াটা তাঁর মতো প্রবীণ শিল্পীর জন্য সম্মানজনক নয় বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন রশিদ খান। তিনি বলেন, ‘অনিন্দ্য দা অনেক বড় শিল্পী। আরও অনেক বড় শিল্পী রয়েছেন, এদের অল্প বয়সে পদ্মশ্রী দেওয়া উচিৎ ছিল। এখন এসবের মানে হয় না।’

উল্লেখ্য, বাংলার দুই শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় ছাড়াও পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে পদ্ম ভূষণ প্রাপকের তালিকায় রাখা হয়েছিল।

আরও পড়ুন : Sukanta Majumder on Buddhadeb Bhattacharya: ‘বুদ্ধবাবুর পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে রাজনীতি হচ্ছে’