‘World Trade Center-এর সমান’ দুর্নীতির পর্দা ফাঁস করবে CBI! ৯/১১-তে কী হবে হাইকোর্টে?

Recruitment Scam in High Court: দুর্নীতি নিয়ে মামলার বহর ক্রমাগত বেড়েছে হাইকোর্টে। তবে এবার কী তথ্য সামনে আসবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

'World Trade Center-এর সমান' দুর্নীতির পর্দা ফাঁস করবে CBI! ৯/১১-তে কী হবে হাইকোর্টে?
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠবে মামলা। প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 5:59 PM

কলকাতা: বিগত এক বছর ধরে যেভাবে নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই অঙ্ককে ‘পাহাড়’ বলে বর্ণনা করে থাকেন অনেকেই। তবে এবার সামনে আসছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি। খোদ সিবিআই এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ১১ সেপ্টেম্বর সেই খতিয়ান তারা সামনে আনবে বলে জানিয়েছে আদালতে। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে কেন্দ্রীয় সংস্থা এ কথা বলার পর থেকেই বেড়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, কোন দুর্নীতির পর্দা ফাঁস হবে? এরকমই এক ১১ সেপ্টেম্বরে আমেরিকার বুকে জঙ্গি হামলায় ভেঙে পড়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।

২০১৪ সালের প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত একটি মামলা ছিল মঙ্গলবার। সেই মামলার শুনানিতেই সিবিআই-এর আইনজীবী বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা ১১ সেপ্টেম্বর এই এজলাসে হাজির হব। এ কথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার।

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে আগেই। ২০১৪ সালের টেট নিয়ে মামলার সংখ্যাও নেহাত কম নয়। এই প্রাথমিক নিয়োগের দুর্নীতিতে নাম জড়ানোতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল সহ কয়েকজন। টাকার বিনিময়ে কী ভাবে চাকরি বিক্রির খেলা চলত, তা নিয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও মামলার শুনানিতে কখনও ‘ধেড়ে ইঁদুর’-এর কথা বলেছেন, কখনও আক্ষেপ করেছেন আসল অপরাধী তাঁর জীবনকালে ধরা পড়বে না! এবার সিবিআই তাঁরই এজলাসে বড় দুর্নীতির পর্দা ফাঁস করার কথা বলল।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ জঙ্গি হামলায় ভেঙে পড়েছিল আমেরিকার ‘টুইন টাওয়ার।’ বিমানের ধাক্কায় গুঁড়িয়ে গিয়েছিল নিউ ইয়র্কের বুকে দাঁড়িয়ে থাকা বাণিজ্যের প্রাণকেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। সেই দিনটিকে আমেরিকার নিয়মে ৯/১১ বলেই চিহ্নিত করা হয়। ২২ বছর পরও বহু মানুষের মনে সেই স্মৃতি এখনও দগদগে। সেই তারিখের কথা বলে তাই জল্পনা আরও বাড়িয়েছে সিবিআই।