Eco Park: বাইকে ‘বেপরোয়া’ প্রেমিক-প্রেমিকা, সবে সন্ধ্যা নেমেছে… ইকো পার্কের সামনে যা ঘটল

Road Accident: গতিবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঝিলপাড়ের একটি মোড়ে থাকা বাতিস্তম্ভে গিয়ে ধাক্কা মারে। দু'জনই একেবারে মাঝ রাস্তায় গিয়ে ছিটকে পড়েন। ছুটে আসেন আশেপাশের লোকজন। ইকোপার্ক থেকেও বেরিয়ে আসেন অনেকেই। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।

Eco Park: বাইকে 'বেপরোয়া' প্রেমিক-প্রেমিকা, সবে সন্ধ্যা নেমেছে... ইকো পার্কের সামনে যা ঘটল
ইকো পার্ক থানা এলাকায় দুর্ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2024 | 6:40 AM

কলকাতা: আবারও নিউটাউনে সাংঘাতিক পথদুর্ঘটনা। আবারও সেই পুরনো রোগ, ‘বেপরোয়া গতি’। তার জেরেই মারাত্মকভাবে জখম হল যুগল। শনিবার তখন প্রায় সন্ধ্যা ৬টা। ইকো পার্কের ১ নম্বর গেট থেকে ৬ নম্বর গেটের দিকে একটি বাইক যাচ্ছিল। তাতেই ছিলেন এক যুবক ও এক যুবতী। বেপরোয়া গতিতে ছুটে আসছিল বাইকটি। আচমকাই তা নিয়ন্ত্রণ হারায়।

গতিবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঝিলপাড়ের একটি মোড়ে থাকা বাতিস্তম্ভে গিয়ে ধাক্কা মারে। দু’জনই একেবারে মাঝ রাস্তায় গিয়ে ছিটকে পড়েন। ছুটে আসেন আশেপাশের লোকজন। ইকো পার্ক থেকেও বেরিয়ে আসেন অনেকেই। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।

বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন। দু’জনকেই উদ্ধার করে সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় স্যালাইন চালু হয়। জানা গিয়েছে, যুবতীর অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি ইকো পার্ক থানায় নিয়ে যাওয়া হয়। বারবারই এই ধরনের ঘটনা ঘটে নিউটাউনের রাস্তায়। অধিকাংশ ক্ষেত্রেই বাইকের বেপরোয়া দাপাদাপি থাকে নেপথ্যে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাথায় হেলমেট পর্যন্ত নেই। বারবার গাড়ির গতি নিয়ে সচেতন করে পুলিশ। কিন্তু অনেক ক্ষেত্রেই মানা হয় না সেসব।