RSS-BJP: বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে এবার আরএসএসের প্রতিনিধিও?
RSS: ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়ে গিয়েছে। গোরক্ষপুরে টানা পাঁচ দিন ধরে আরএসএস সদস্যদের ক্যাম্প করিয়েছেন মোহন ভাগবত। ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মোহন ভাগবত, ইন্দ্রেশ কুমারের মতো আরএসএস-এর প্রথম সারির নেতারা।
কলকাতা: বিজেপি সংগঠনকে ফের চাঙ্গা করতে এবার চালিকা শক্তির ভূমিকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস (RSS)। সূত্রের খবর, দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভ্যন্তরীণ প্রতি বৈঠকেই এবার হাজির থাকতে চলেছেন আরএসএস নেতারা। ফলাফল ঘোষণার পর জেপি নাড্ডার বাসভবনে সরকার গঠনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন আরএসএস নেতা অরুণ কুমার-সহ বর্ষীয়ান নেতারা।
ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু হয়ে গিয়েছে। গোরক্ষপুরে টানা পাঁচ দিন ধরে আরএসএস সদস্যদের ক্যাম্প করিয়েছেন মোহন ভাগবত। ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মোহন ভাগবত, ইন্দ্রেশ কুমারের মতো আরএসএস-এর প্রথম সারির নেতারা।
লোকসভা ভোটের ফল প্রকাশের পরই আরএসএসের সঙ্গে বিজেপির তালমেল নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারা এক সাক্ষাৎকারে জেপি নাড্ডার কাছে জানতে চেয়েছিলেন, অটলবিহারী বাজপেয়ির সময় ও বর্তমানে আরএসএসের ভূমিকা কীভাবে পরিবর্তিত হয়েছে? তারই জবাবে নাড্ডা বলেন, “প্রথমদিকে হয়ত আমরা কিছুটা কম সক্ষম ছিলাম, আরএসএসের দরকার হতো। আজ আমরা বড় হয়েছি, সক্ষম হয়েছি। বিজেপি নিজেই নিজেদের চালায়। এটা প্রয়োজনের বিষয় নয়, মতাদর্শের বিষয়।”
এই বক্তব্য নিয়েও কম চর্চা হয়নি। এরইমধ্যে আবার সংঘ নেতা ইন্দ্রেশ কুমারের একটি বক্তব্য নিয়ে শুরু হয় জোর আলোচনা। তিনি বলেছিলেন, “যে দল রামের কথা বলে, অথচ ঔদ্ধত্য দেখায় তাদের ২৪০-এ থামতে হয়েছে।” যদিও পরে তিনি আবার বলেছিলেন, “যারা রামের বিরোধিতা করেছিল তারা ক্ষমতায় আসেনি।” অন্যদিকে ভোটপ্রচারের মর্যাদাবোধ নিয়ে বলতে শোনা যায় মোহন ভাগবতকেও।