বাবাকে পছন্দ না-ই হতে পারে, আমি ওঁর ব্যক্তিগত সম্পত্তি নই! পরেশকে চাঁচাছোলা আক্রমণ সাধন-কন্যার
দোষারোপ এবং বিষোদগারের রাজনৈতিক নাট্যমঞ্চে অধিকাংশ সময়ই বিধায়ক পরেশ পালের নিশানায় থেকেছেন সাধন-কন্যা। তা অবশ্য বিশেষ কোন কারণ ছাড়াই। কেমন ভাবে দেখেন তিনি এই ধরনের কটূক্তিকে?
কলকাতা: সময়ে-অসময়ে, নানাভাবে, ও একাধিকবার। তৃণমূল শিবিরের গোষ্ঠীকোন্দলের মাঝে বারবার উঠে এসেছে তাঁর নাম। তাঁর বাবা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। মানিকতলার এই বিধায়কের সঙ্গে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক পরেশ পালের (Paresh Paul) ‘শত্রুতা’ সর্বজনবিদিত। দোষারোপ এবং বিষোদগারের রাজনৈতিক নাট্যমঞ্চে অধিকাংশ সময়ই বিধায়ক পরেশ পালের নিশানায় থেকেছেন সাধন-কন্যা। তা অবশ্য বিশেষ কোন কারণ ছাড়াই। কেমন ভাবে দেখেন তিনি এই ধরনের কটূক্তিকে? TV9 বাংলা-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের সেই কথাই জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey)। তুলে ধরা হল সেই সাক্ষাৎকারের অংশবিশেষ।
বাবাকে আক্রমণ করতে গিয়ে বারবার যেভাবে পরেশ পাল মেয়ের প্রসঙ্গ টেনে এনেছেন, তার কারণ বা যৌক্তিকতা খুঁজে পাননি শ্রেয়া। তাঁর কথায়, “আমফানের সময়েও দেখেছি। যে কোনও রাজনৈতিক অনুষ্ঠানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে গিয়েছেন (পরেশ পাল)। সবসময় এটা করে এসেছেন। সে সময় তো ওঁকে শো-কজও করা হয়েছিল। শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়। মিডিয়াতেও আমার নাম করে কুরুচিকর কথা বলেছেন। সংবাদমাধ্যমে আমায় নিয়ে যা বলেছেন, যে চ্যানেলও টেলিকাস্ট করতে লজ্জা পেয়ে গিয়েছে। গুগলে সার্চ করলে দেখতে পাবেন। একবার তো এও বলেছেন, অ্যান্টিসোশ্যাল লোকজন আমার হাত ধরে টেনে নিয়ে চলে যায় না কেন!”
কিন্তু মন্ত্রী-কন্যার বিরুদ্ধে এত কিসের রাগ দলের এই বিধায়কের? শ্রেয়ার সোজা-সাপ্টা জবাব, “আমি তো ওঁকে চিনি না। ব্যক্তিগতভাবে কোনও সম্পর্ক আমার নেই। আমি যা জানি তা হল, আমার বাবা এবং সেই লোক (পরেশ) একই রাজনৈতিক দলের সদস্য। আমি যাঁকে চিনি না, তাঁকে নিয়ে মন্তব্য করি না। আমার বাবাকে ওঁর না-ই পছন্দ হতে পারে সেটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে ও আমার দু’বছরের বাচ্চাকে টেনে মন্তব্য করা কি উচিত? বাবার সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্ক না-ই থাকতে পারে। কিন্তু আমি তো ওঁর ব্যক্তিগত সম্পত্তি নই! আমি জানি না কেন একজন অপরিচিত মানুষ এরকম মন্তব্য দিনের পর দিন করে যাচ্ছেন। ওঁর বক্তব্য গত সপ্তাহে চ্যানেলের ব্রেকিং নিউজেও ছিল।“
আরও পড়ুন: ‘আমি মরে গেলে তাঁরা জায়গা নেবে’, মমতার কথায় বক্সীর চোখে জল
পরেশের বিরুদ্ধে শ্রেয়ার আরও ক্ষোভের কারণ, তিনি মন্ত্রী-কন্যার সন্তানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। “তিনি আমায় চেনেন না, জানেন না, কিন্তু আমার দু’বছরের সন্তানকে নিয়ে কুমন্তব্য করেছেন। এই নিয়ে চতুর্থবার এমন নোংরা মন্তব্য করলেন। যতবার আমাকে নিয়ে মন্তব্য করেছেন, ততবার সেটা চ্যানেলের ব্রেকিং খবর হয়েছে। এসব আমার কাছে নতুন নয়।“
আরও পড়ুন: বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলা সহজ নয়, ফিরহাদকে ওপেন চ্যালেঞ্জ শোভন-বান্ধবীর