Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment: চাকরিহারাদের কাছ থেকে পরামর্শ নেবে SSC, শুক্রবারই বৈঠক

School Service Commission: চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা চাইছেন, আইনি পথে সম্মানের সঙ্গে তাঁর চাকরি ফিরে আসুক। সোমবার তাঁদেরকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তাঁরা তাতে আশার আলো দেখছেন না।

SSC Recruitment: চাকরিহারাদের কাছ থেকে পরামর্শ নেবে SSC, শুক্রবারই বৈঠক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 5:33 PM

কলকাতা: সোমবার চাকরিহারাদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে হবে বৈঠক। আগামী শুক্রবার কমিশনের মুখোমুখি হবেন চাকরিহারারা। উপস্থিত থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরাও। সোমবার চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২ মাস স্বেচ্ছাশ্রম দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, আগামী শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে থাকবে রাজ‍্যের ল সেলও। সেখানে চাকরিহারাদের পরামর্শ নেবে রাজ‍্য সরকার। কোন পথে আইনিভাবে চাকরি ফেরানো যায়, কী কী বিষয় আদালতে সওয়াল করার সময় উল্লেখ করা যায়, এই সব বিষয়ে পরামর্শ নেওয়া হবে বলে সূত্রের খবর।

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় হওয়া সব চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৫ হাজার ৫৭২ জনের চাকরি বাতিল করা হয়েছে। ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টে নতুন আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার তারা রায়ের আংশিক পরিবর্তনের আবেদন জানিয়েছে। পর্ষদের দাবি, চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত শিক্ষকদের চাকরি বহাল রাখা হোক।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবেন রাজ্য। রায়ের ব্যাখ্যাও চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।