Sealdah Court: ‘তালা ভাঙতে কোর্টের অর্ডার লাগবে না, ভিতরে অভিযুক্ত বসে থাকলে অর্ডারের নিতে আসবেন?’, বিভাস ইস্যুতে মন্তব্য কোর্টের
আজ অর্থাৎ বুধবার বিচারক বলেন, "তালা ভাঙার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন নেই। ভিতরে যদি অভিযুক্ত বসে থাকে তাহলে কী আপনি কোর্টের অর্ডারের জন্য আসবেন? ভিডিওগ্রাফি করে আপনি নিজেই তালা ভাঙতে পারেন…।”

কলকাতা: প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর ভুয়ো থানার তদন্তে নয়ডা থেকে কলকাতায় এল নয়ডা পুলিশ। বেলেঘাটায় থানায় হাজির তাঁরা। তবে বিভাসের ঠিকানার চাবি না পাওয়ার ফলে ভিতরে প্রবেশ করতে পারছেন না তাঁরা। এরপরই এর জল গড়ায় আদালত পর্যন্ত। শিয়ালদহ আদালত পরিষ্কার নয়ডা পুলিশকে মৌখিকভাবে জানিয়ে দেয়, সার্চ-ওয়ারেন্ট থাকলে অফিসের তালা ভাঙায় আইনি কোনও বাধা দেয়।
আজ অর্থাৎ বুধবার বিচারক অরিজিৎ মণ্ডল বলেন, “তালা ভাঙার জন্য কোর্টের অনুমতি প্রয়োজন নেই। ভিতরে যদি অভিযুক্ত বসে থাকে তাহলে কী আপনি কোর্টের অর্ডারের জন্য আসবেন? ভিডিওগ্রাফি করে আপনি নিজেই তালা ভাঙতে পারেন…।” এ দিন, যখন বেলেঘাটা থানার দ্বারস্থ হয় নয়ডা পুলিশ, তখন বেলেঘাটা থানা বিভাসের অফিসের তালা ভাঙার অনুমতি দেয়নি। সেই কারণেই শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় নয়ডা পুলিশ।
কোর্টের বক্তব্য, আপনি নিজে তালা ভেঙে নিতে পারেন। বা যে কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট ইসু হয়েছে সে কোর্টের নির্দেশ নিয়ে যেতে পারেন। উল্লেখ্য়, প্রাক্তন এই তৃণমূল নেতা বর্তমানে রয়েছেন জেলে। তাঁর বিরুদ্ধে আগেই নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। এবার আবার ভুয়ো থানা খোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। নয়ডা পুলিশ সূত্রে খবর, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়ারহাউস কর্পোরেশন’-এর নন অফিশিয়াল ডিরেক্টর হিসেবে নাম রয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। সরকারি এই সংস্থার ওয়েবসাইটে ঢুকলে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় ওয়েবসাইটে দেখা যাচ্ছে জ্বলজ্বল করছে বিভাসের নাম। সেই তালিকায় ৯ জন আমলা রয়েছেন, তার মধ্যেই অন্যতম এই ভুয়ো থানার ‘ওসি’ বিভাস অধিকারী।
