Local Train Cancelled: টানা ১৫ দিন বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তি বাড়তে চলেছে ব্যান্ডেল-নৈহাটিতে
Local Train Cancelled: ২৭ জুন, ৩০ জুন, ৪ জুলাই ও ৭ জুলাই বাতিলের খাতায় থাকছে 37536, 37538 ব্যান্ডেল লোকাল। বাতিল থাকছে এই তিন দিন নৈহাটি থেকে ছাড়া 37535, 37537 ডাউন লোকাল।
কলকাতা: আগামী শনিবার থেকে রেল লাইনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে ব্যান্ডেল ও নৈহাটি স্টেশনের মধ্যে। আর সে কারণেই বাতিল হতে চলেছে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। ভোগান্তি বাড়তে চলেছে নিত্যযাত্রীদের। যে কারণে ইতিমধ্যেই আবার রেলের (Indian Railway) তরফে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশও করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও আনা হচ্ছে বদল। সময় বদলাচ্ছে দূরপাল্লার ট্রেনেরও। এমনই জানানো হয়েছে রেলের জারি করা ওই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বাতিল থাকবে ট্রেন।
২৭ জুন, ৩০ জুন, ৪ জুলাই ও ৭ জুলাই বাতিলের খাতায় থাকছে 37536, 37538 ব্যান্ডেল লোকাল। বাতিল থাকছে এই তিন দিন নৈহাটি থেকে ছাড়া 37535, 37537 ডাউন লোকাল। অন্যদিকে ২৪ জুন, ২৮, ২৯ জুন, ১, ২, ৫, ৬ , ৮, ৯ জুলাই 37536 ব্যান্ডেল-নৈহাটি লোকাল সকাল ১১.৪২ এর পরিবর্তে ব্যান্ডেল থেকে ছাড়বে ১২টার সময়।
পাশাপশি ২৪, ২৮, ২৯ জুন, ১, ২, ৫, ৬ , ৮, ৯ জুলাই 37535 নৈহাটি-ব্যান্ডেল লোকাল ১২.১০ এর পরিবর্তে ১২টা ৩০ মিনিটে নৈহাটি থেকে ছাড়বে। পাশাপাশি ২৯ জুন 05639 শিলচড়-কলকাতা এক্সপ্রেস ৯টার পরিবর্তে সকাল ৬টায় ছাড়বে বলে জানানো হয়েছে।