Sheikh Shahjahan: শাহজাহানকে খুঁজতে নবান্নের ওপর বাড়ছে চাপ! রিপোর্ট যাচ্ছে রাষ্ট্রপতির কাছেও
Sheikh Shahjahan: সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দ্রুত শাহজাহানকে পাকড়াও করার জন্য সচিব পর্যায়ে চাপ তৈরি হচ্ছে নবান্নের ওপর। অন্যদিকে সীমান্ত রক্ষী বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানের গতিবিধি জানার জন্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো বা আইবি-কেও দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানকে খোঁজার।
কলকাতা: তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন সন্দেশখালিতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। অভিযানের দিন ইডি দাবি করেছিল, সন্দেশখালিতেই ছিলেন তিনি। অথচ, তাঁকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় সংস্থা। এদিকে, আবার তাঁকে গ্রেফতার না করতে পারার দায় পুলিশের ওপর চাপিয়ে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রশ্ন উঠছে, এরপর কী? শাহজাহান কি নাগালের বাইরে চলে যাবেন?
সূত্রের খবর, শাহজাহান দেশ ছেড়ে চলে যেতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে ইডি-র। তার জন্য ইতিমধ্যেই সতর্কও করেছে কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, ইডি ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে। অন্যদিকে, সিআরপিএফ-এর মাধ্যমে গোটা ঘটনার রিপোর্ট পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আবার ইডি ও সিআরপিএফ যৌথভাবে রিপোর্ট দিয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দ্রুত শাহজাহানকে পাকড়াও করার জন্য সচিব পর্যায়ে চাপ তৈরি হচ্ছে নবান্নের ওপর। অন্যদিকে সীমান্ত রক্ষী বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানের গতিবিধি জানার জন্য। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো বা আইবি-কেও দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানকে খোঁজার।
জানা যাচ্ছে, নির্দিষ্ট খবর পেলে তবেই শাহজাহানের খোঁজে অভিযান চালাতে পারে ইডি। তবে প্রাথমিকভাবে নবান্নের ওপরেই চাপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শাহজাহানের গ্রেফতার না হওয়ার দায় কার? তা নিয়ে জবাব তলব করেছেন রাজ্যপাল। শাহজাহান সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গিয়েছেন নাকি দেশেই আছেন, তা জানানোর নির্দেশ দিয়েছেন বোস। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি নির্দেশ দিয়েছেন, শাহজাহানকে গ্রেফতার করতে না পারার ব্যর্থতা যে অফিসারের, তাঁদের শাস্তি দিতে হবে।