Sourav Ganguly: মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: শুক্রবারই সেই মাদ্রিদেই এক বিজনেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের সদস্যরাও ছিলেন সেখানে। সেই মঞ্চ থেকেই সৌরভ এই ঘোষণা করেন বলে খবর।

Sourav Ganguly: মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
মঞ্চে বক্তব্য রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 11:37 PM

কলকাতা: মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মাদ্রিদ থেকে এমনই পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে। এক্স হ্যান্ডেলেও ছবি শেয়ার করেছেন। কুণাল লিখেছেন, ‘মাদ্রিদে সৌরভের ঘোষণা: পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি। বাংলায় আমি লগ্নি করছি। আপনারাও আসুন। হতাশ হবেন না।’ একই কথা জানিয়ে টুইটও করেছেন তৃণমূলের মুখপাত্র। ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। কুণাল ঘোষের পোস্ট অনুযায়ী, সেই সৌরভ এবার ‘শিল্পপতি’। ইস্পাত কারখানা তৈরি করছেন তিনি।

এই মুহূর্তে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে রয়েছেন তিনি। মূলত এ রাজ্যে নতুন বিনিয়োগ আনতেই তাঁর এই সফর। সেই সফরেই সঙ্গী কুণাল ঘোষও। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, মাদ্রিদে তাঁদের সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

শুক্রবারই সেই মাদ্রিদেই এক বিজনেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের সদস্যরাও ছিলেন সেখানে। সেই মঞ্চ থেকেই সৌরভ এই ঘোষণা করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেকদিন ধরেই কাজ চলছিল। মমতাদিদি, দ্বিবেদী সাহেব সকলেই খুব প্রশংসা করেছেন। ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। দু’টো প্লান্ট আরও আছে। একটা দুর্গাপুর আসানসোলে, আরেকটা পটনাতে। এটা মেদিনীপুরে হবে।” একইসঙ্গে সৌরভ বলেন, “আমার কাছে নতুন প্রজন্ম, যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ। ওদের জন্যই বিনিয়োগ দরকার, বড় শিল্প বাংলায় আসা দরকার।”