Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: সত্যিই মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছিলেন পড়ুয়া? উত্তর খুঁজতে ব্রাত্যর গাড়ির ফরেন্সিক পরীক্ষা পুলিশের

Bratya Basu: বাম ছাত্র সংগঠনের অভিযোগ, সেদিন ভিড়ের মাঝে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরতে গিয়ে এক প্রথম বর্ষের বিক্ষোভকারী ছাত্রকে চাপা দেন শিক্ষামন্ত্রী। যার জেরে গুরুতর ভাবেই আহত হয় সেই পড়ুয়া।

Bratya Basu: সত্যিই মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছিলেন পড়ুয়া? উত্তর খুঁজতে ব্রাত্যর গাড়ির ফরেন্সিক পরীক্ষা পুলিশের
Image Credit source: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 11:18 AM

কলকাতা: একটা সভা ঘিরে কতটা উত্তাল হতে পারে বঙ্গ রাজনীতি? সেই বিষয়ে হয় তো আপাতত স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছে যাদবপুর-কাণ্ড। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে আয়োজিত ওয়েবকুপার বার্ষিকী সভা, সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগদান। তারপরে ছাত্রভোটের দাবি বাম ছাত্র সংগঠনের আন্দোলন। সব ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি।

তারপরেই আবার ভিড়ের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। বলা চলে, যাদবপুর ঘিরে বঙ্গ রাজনীতিতে তৈরি হওয়া উত্তাল অবস্থার সেটাই তুঙ্গ বিন্দু। সেই ঘটনার পর ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছিল খোদ হাইকোর্ট।

সোমবার আবার সেই সরগরম আবহেই হয়ে গেল শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা। সূত্রের খবর, কোথায় ধাক্কা লেগেছে, কীভাবে ধাক্কা লেগেছে, কী কী ক্ষতি হয়েছে, সেই সব উত্তর পেতেই শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা সেরে নিল পুলিশ।

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, সেদিন ভিড়ের মাঝে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরতে গিয়ে এক প্রথম বর্ষের বিক্ষোভকারী ছাত্রকে চাপা দেন শিক্ষামন্ত্রী। যার জেরে গুরুতর ভাবেই আহত হয় সেই পড়ুয়া। অবশ্য, বাম ছাত্র সংগঠনের এই অভিযোগকে নানা উপায়ে নস্যাৎ করার চেষ্টা করে তৃণমূল শিবির। কিন্তু ‘চাপা দেওয়া’ নিয়ে মুখ না খুললেও, আহত ইন্দ্রানুজের প্রতি সমবেদনা জানাতে দেখা যায় ব্রাত্য বসুকে। এমনকি সেই পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী। আশ্বাস দেন, পড়ুয়া সুস্থ হলেই তার সঙ্গে দেখা করার।

পুলিশ সূত্রে খবর, শিক্ষামন্ত্রীর গাড়িতে ধাক্কার পাশাপাশি, কীভাবে গাড়ির কাঁচ ভেঙেছে, তাও খতিয়ে দেখা হবে এই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে। তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ, বিক্ষোভের দিন বাম ছাত্ররাই শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছিল। অবশ্য, সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করেছেন অনেকেই। জানা গিয়েছে, ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি, তদন্তের স্বার্থে ওইদিন যে সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে পুলিশ তরফে।