Ronaldinho: রোনাল্ডিনহো-অভিষেক একসঙ্গে ফুটবলের ময়দানে, বড় চমক তৃতীয়ায়

Ronaldinho: ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে বাটা ফুটবল স্টেডিয়ামে। সেখানেই অতিথি হিসাবে যাচ্ছেন বিশ্বফুটবল তারকা রোনাল্ডিনহো। সূত্রের দাবি, সেই মাঠেই রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলতে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Ronaldinho: রোনাল্ডিনহো-অভিষেক একসঙ্গে ফুটবলের ময়দানে, বড় চমক তৃতীয়ায়
তৃতীয়ায় বড় চমকের অপেক্ষা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 7:29 PM

কলকাতা: পুজোর কলকাতায় এখন রোনাল্ডিনহো ফিভার। এরইমধ্যে খবর, মঙ্গলবার ‘মেগা ইভেন্ট’ হতে চলেছে বাটা ফুটবল স্টেডিয়ামে। এদিন রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে বাটা ফুটবল স্টেডিয়ামে। সেখানেই অতিথি হিসাবে যাচ্ছেন বিশ্বফুটবল তারকা রোনাল্ডিনহো। সূত্রের দাবি, সেই মাঠেই রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলতে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। স্বভাবতই এই খবরে এখন রোনাল্ডিনহো ভক্তদের পাশাপাশি অভিষেক-অনুগামীদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে।

নিজের স্পোর্টিং ইমেজ সব সময়ই তুলে ধরতে চান অভিষেক। নব জোয়ার যাত্রায় গিয়েও বহরমপুরে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। নিজের লোকসভা কেন্দ্রে যুবদের খেলায় উৎসাহ দিতে কয়েক বছর আগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে নেমে পড়তে প্রায়শই দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে। তবে তৃতীয়ার দিন অভিনব মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে বাংলা। বিশ্ববিখ্যাত কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহোর সঙ্গে একই ময়দানে বল নিয়ে ড্রিবল কিংবা কিক দিতে দেখা যাবে অভিষেককে।