Sovan-Ratna Divorce Case: ‘যা যা দেখেছি, সব বলেছি’, শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষ্য দিলেন বৈশাখী

Sovan-Baisakhi: শোভন চট্টোপাধ্যায়কে এদিনের মামলার বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আদালতে। আগামী ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির রয়েছে।

Sovan-Ratna Divorce Case: 'যা যা দেখেছি, সব বলেছি', শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষ্য দিলেন বৈশাখী
শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 4:02 PM

কলকাতা: শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিবাহ বিচ্ছেদ মামলার এদিন শুনানি ছিল আলিপুর আদালতে। উভয়েই সশরীরে এসেছিলেন আদালতে। শুধু তাই নয়, শুক্রবার আলিপুর আদালতে এসেছেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee)। আদালতে তাঁদের গোপন জবানবন্দি নেওয়া হয়। কিন্তু শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় কী করছেন বৈশাখী দেবী? বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, শোভনবাবু সাক্ষী হিসেবে তাঁকে নিয়ে এসেছিলেন। শোভন চট্টোপাধ্যায়কে এদিনের মামলার বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে আদালতে। আগামী ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির রয়েছে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, “আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায় বলেছেন। আমি যা জানতাম, তা বলেছি। আমি যদি এটির সঙ্গে যুক্ত না হতাম, তাহলে শোভন চট্টোপাধ্যায় নিশ্চয়ই সাক্ষ্য দেওয়ার জন্য আমায় আনতেন না। আমারও এইটুকু পড়াশোনা আছে, আমি জানি, আমি কখন সাক্ষ্য দেওয়ার মতো অবস্থায় আছি, কখন নেই। আমি যা চোখে দেখেছি, কানে শুনেছি… সেগুলি আমি সামনে আনব। বিচারকের যদি মনে হয়, সেগুলি গ্রহণ করবেন।” সঙ্গে তিনি আরও বলেন, “আমার কাছে নিশ্চয়ই যথাযথ প্রমাণ রয়েছে। তাই আমি বিচারকের কাছে এসেছি। কারণ, একজন বিচারকের কাছে আসার আগে তো নিজের আত্মবিশ্বাস থাকতে হয়। আমার নিজের সত্যের উপর বিশ্বাস আছে, শোভনের সত্যের উপর বিশ্বাস আছে। আশা করছি আমরা ন্যায়বিচার পাব।”

যদিও এদিন আদালত কক্ষের ভিতরের আলোচনার বিষয়টি নিয়ে রত্না চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যা যা দেখেছেন সেই সব তিনি মামলার স্বার্থে আদালতকে জানিয়েছেন। যদিও কী কী বিষয় তিনি দেখেছেন, বা কী কী বিষয় তিনি আদালতের কাছে তুলে ধরেছেন, সেই বিষয়টি স্পষ্ট করেননি বৈশাখী দেবী। আদালত এদিন দুই পক্ষের বক্তব্য শোনে এবং আগামী ৩০ তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।