Bidhan Roy’s birth anniversary: ‘বিধান রায়ের সঙ্গে শ্যামাপ্রসাদের তুলনা চলে না’, বললেন স্পিকার, কী বলছে বিজেপি?
Bidhan Roy's birth anniversary: শুক্রবার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবসে বিশেষ অনুষ্ঠান ছিল বিধানসভায়। সেখানে বিরোধী দলের কেউ উপস্থিত ছিলেন না বলেই অভিযোগ স্পিকারের।
কলকাতা: বাংলার রূপকার বিধান চন্দ্র রায়। আর তাঁর জন্মদিনেও নেই কোনও বিরোধী। শুক্রবার এমনটাই অভিযোগ তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় ও বিশিষ্ট রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের তুলনাও টেনে আনেন তিনি। তাঁর দাবি, শ্যামাপ্রসাদের সঙ্গে বিধান চন্দ্র রায়কে এক করে ফেলছেন বিরোধীরা। তবে, বিধান চন্দ্র রায়কে অসম্মান করার অভিযোগ মানতে নারাজ বিজেপি। বিরোধী দলের দাবি, মনীষীদের কী ভাবে সম্মান করতে হয়, তা তৃণমূলের থেকে শেখার প্রয়োজন নেই। একই সঙ্গে সারদা দেবী সম্পর্কে নির্মল মাজির মন্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছে বিজেপি।
এ দিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধান রায়ের উচ্চতা ওরা বুঝতে পারছে না। বিধান রায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক করা ঠিক নয়।’ অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, হয়ত শ্যামাপ্রসাদ দিন ওঁরা থাকবেন। স্পিকার আরও বলেন, ‘বিধান রায় বিধান রায়ই বা জ্যোতি বসু জ্যোতি বসুই। তাঁদের যে উচ্চতা তার সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।’
একইসঙ্গে স্পিকার জানিয়েছেন, বিধান রায়ের বক্তৃতার সংকলন হবে। সেই কাজ প্রায় শেষ। বিধানসভার মিউজিয়াম তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন স্পিকার। সে কাজও শেষ। সেখানে রাখা হবে বক্তৃতার সংকলন।
স্পিকারের অভিযোগ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, সরকারি অনুষ্ঠানে শ্রদ্ধা না জানালে শ্রদ্ধা জানানো হয় না, এটা ঠিক নয়। বিজেপি জানে মনীষীদের কী ভাবে শ্রদ্ধা জানাতে হয়। তৃণমূলের থেকে এ সব শিখব না। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা টেনে আনেন নির্মল মাজির মন্তব্যের কথা। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, বিধানসভায় সোমেন মিত্রের মরদেহে মুখ্যমন্ত্রী মালা দেননি।
অগ্নিমিত্রার দাবি, স্পিকার আসলে একটি বিশেষ চশমা দিয়ে বিজেপিকে দেখেন, তাই তৃণমূলের হাতে তাঁরা আক্রান্ত হলেও তিনি দেখতে পান না। স্পিকার পক্ষপাত মূলক চশমা দিয়ে দেখেন বলে মন্তব্য করেছেন বিধায়ক। তাঁর দাবি, নির্মল মাজি সারদা দেবীকে অসম্মান করলেও তিনি কোনও দোষ দেখেন না।