এবার বিদেশে বসেও দেওয়া যাবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা

দেশের ২৩টি আইআইটিতে ভর্তির জন্য আগামী ৩ জুলাই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটির পরিচালনা করবে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। তবে এবার কোভিডের মধ্যেও দেশের বাইরের পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে।

এবার বিদেশে বসেও দেওয়া যাবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা
এবার বিদেশে বসেও দেওয়া যাবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 12:16 AM

কলকাতা: জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড ২০২১ (JEE 2021) পরীক্ষার দিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এদিন তিনি জানিয়েছেন, দেশের ২৩টি আইআইটিতে ভর্তির জন্য আগামী ৩ জুলাই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটির পরিচালনা করবে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। তবে এবার কোভিডের মধ্যেও দেশের বাইরের পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে।

প্রেস বিবৃতি দিয়ে খড়গপুর আইআইটির তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, বাংলাদেশ, সিঙ্গাপুরেও অনুষ্ঠিত হবে। বিষয়টি টুইট করে জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর বীরেন্দ্র তিওয়ারি। মেইনস পরীক্ষার থেকে আড়াই লক্ষ পরীক্ষার্থীকে বেছে নেওয়া হবে অ্যাডভান্সড পরীক্ষার জন্য।

৩ জুলাই প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ৯টা থেকে ১২টা। দ্বিতীয় পেপার হবে ২.৩০ থেকে ৫.৩০টা। আরব আমিরশাহীর সেন্টার হবে দুবাইতে। বাংলাদেশে রাজধানী ঢাকায় হবে সেন্টার। নেপালের সেন্টার হবে কাঠমান্ডুতে। তার সঙ্গে সিঙ্গাপুরে বসেও পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। যদিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতি বিচার করে পরবর্তীতে পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।