জোটের অভিষেক ব্রিগেডে, জল মাপতে জনগণের ‘দরবারে’ হাত-হাতুড়ি
বৈঠক শেষে জানা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যৌথভাবে ব্রিগেডে সমাবেশ করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।
কলকাতা: একুশের মহারণের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে মাঠে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি। পিছিয়ে নেই বাম-কংগ্রেস (Left Congress) জোটও। আসন্ন বিধানসভা (West Bengal Assembly Election 2021) ভোটের আগে কোন সমীকরণে আসন ভাগ-বাঁটোয়ারা হবে তা ঠিক করতে এদিন রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসে প্রাথমিক বৈঠকে বসেছিল দুই শিবিরের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই তরফে।
বৈঠক শেষে জানা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যৌথভাবে ব্রিগেডে সমাবেশ করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মধ্য কলকাতার দফতরে চারটি বামদল এবং কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে বৈঠকের পরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, “আমরা যারা একসঙ্গে নির্বাচনে লড়াই করব, তাঁরা একসঙ্গে একমঞ্চ দাঁড়িয়েই লড়াইয়ের কথাও বলব। প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। দিন স্থির করে পরে ঘোষণা করা হবে।”
আরও পড়ুন: অপেক্ষার অবসান! আগামিকাল রাজ্যে ভ্যাকসিন আসার সম্ভাবনা
পাশাপাশি তিনি জানান, বৈঠকে নূন্যতম অভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। জনস্বার্থ বিরোধী নানা ইস্যু নিয়ে আন্দোলনের পরিকল্পনা রয়েছে জোটের। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, “সব দলই তাঁদের সর্বভারতীয় নেতৃত্বকে থাকার জন্য বলবে। আমরাও কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে এই সমাবেশে থাকার জন্য অনুরোধ পাঠাব।”
আরও পড়ুন: পদ্মাসনে অধিষ্ঠানের জল্পনা ওড়ালেন লক্ষ্মী