Akhil Giri Remarks: মুখ্যমন্ত্রী কেন চুপ? অখিলের রাষ্ট্রপতি মন্তব্যে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে প্রশ্ন সুকান্তর

Sukanta Majumdar: আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলে দেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও মুখ না খোলা নিয়ে।

Akhil Giri Remarks: মুখ্যমন্ত্রী কেন চুপ? অখিলের রাষ্ট্রপতি মন্তব্যে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে প্রশ্ন সুকান্তর
অখিলের মন্তব্য নিয়ে রাজ্যকে খোঁচা সুকান্তর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 6:34 PM

কলকাতা: রাষ্ট্রপতির সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। আঁচ ছড়িয়েছে দিল্লির রাজনীতিতেও। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সাংবাদিক বৈঠক করে বলেছেন, “যদি চিঠি-চাপাটি শুরু হয় তাহলে নরেন্দ্র মোদীর ও দিদি দিয়ে শুরু করতে হবে।” আর এই নিয়েই এবার পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সাফ বক্তব্য, “প্রধানমন্ত্রী কোনও কুরুচিকর মন্তব্য তৃণমূল কংগ্রেসের নেত্রী সম্পর্কে বলেননি। কুণাল ঘোষরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।” সেই সঙ্গে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বঙ্গ বিজেপির সভাপতি প্রশ্ন তুলে দেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও মুখ না খোলা নিয়ে।

সুকান্ত মজুমদার এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, “সবচেয়ে লজ্জার বিষয়, এতবড় ঘটনা ঘটে যাওয়ার পর… রাষ্ট্রপতিকে নিয়ে আদিবাসীদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী একবার মুখ খোলার সময় পেলেন না? সাড়ে তিন বছর জেল খাটা একটা বাচাল লোককে পাঠিয়ে দিয়েছেন মুখ খোলার জন্য? এটা আমাদের জন্য সবথেকে বেদনাদায়ক।” তাঁর আরও সংযোজন, “মানুষ সবসময় প্রতিক্রিয়া দেয়। যদি তৃণমূল কংগ্রেস সভ্য-ভদ্র রাজনীতি করতে চাইত, তাহলে এই সমস্যা হত না। জনগণ দেখছে সবকিছু। রাষ্ট্রপতিকে অপমান করলে, আদিবাসী সমাজকে অপমান করলে… এই আদিবাসী সমাজ মনে হয় ছেড়ে দেবে? তৃণমূল কংগ্রেসের নেতারা এরপর রাস্তায় গিয়ে যদি আদিবাসী সমাজের লোকেদের হাতে হেনস্থা হন, তার দায় মুখ্যমন্ত্রী নেবেন।” পাশাপাশি মমতার বেলপাহাড়ি যাওয়ার পরিকল্পনা প্রসঙ্গেও খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীকে ‘গ্লাভস নিয়ে যাওয়ার’ পরামর্শও দেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। আর তারপর থেকেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। বিজেপি শিবির থেকে ক্রমাগত আক্রমণ শানানো হচ্ছে রাজ্যের শাসক শিবিরকে।