Suvendu Adhikari: কালী-বিতর্কে চাপ বাড়াচ্ছেন শুভেন্দু, শতাধিক সাধুকে নিয়ে হাজির রাজভবনে
Suvendu Adhikari: সাদা পাঞ্জাবি-পাজামা গায়ে গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে রাজভবনে যান শুভেন্দু। হাতে কালীর একটি ফটো।
কলকাতা : সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালীর শাক্ত আচারে পূজা সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। আর তারপর থেকেই তোলপাড় হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। মহুয়ার ওই মন্তব্যের পর পাশে নেই তৃণমূলও। বরং কড়া ভাষায় নিন্দা করা হয়েছে ওই মন্তব্যকে। এদিকে বিজেপি শিবির মহুয়ার কালী-মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরের উপর ক্রমেই চাপ বাড়িয়ে যাচ্ছে। মঙ্গলবার এই নিয়ে রাজভবনে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে বহু সাধু সন্ত। সাদা পাঞ্জাবি-পাজামা গায়ে গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে রাজভবনে যান শুভেন্দু। হাতে কালীর একটি ফটো। রাজ্যপাল একটি টুইট করে জানিয়েছিলেন, এদিন মেচেদদা শঙ্খনাদ মন্দিরের সভাপতি শুভেন্দু অধিকারীর সঙ্গে সাধু সন্ত সমাজের শতাধিক প্রতিনিধি রাজভবনে আসছেন।
মহুয়া মৈত্রর ওই মন্তব্যের জেরে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে হাজির হয়েছেন সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা। রাজভবনে এসে সাধু সন্তদের এভাবে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। রাজভবনে আসা সাধু সন্তদের বক্তব্য, “সম্প্রতি যে ধরনের মন্তব্যগুলি করা হয়েছে, তার প্রতিবাদে আমরা রাজ্যপালের কাছে এসেছি। রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন জমা দেব। রাজ্যপালের কাছে আমরা অনুরোধ করব, এমন মন্তব্য যাতে আর না করা হয়, তার জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়।”
To register their protest at unacceptable ignoble affront and outrage against Goddess Maa Kali #MAAKaali Sadhu Sant Samaj 200+ Delegation accompanied by President, Mecheda Sankhanad Temple @SuvenduWB would call on Guv Shri Jagdeep Dhankhar at Raj Bhawan Kolkata today at 4.45 PM.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 12, 2022
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ শুভেন্দু অধিকারী রাজভবন চত্বরে এসে পৌঁছান। এরপর গাড়িতেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি। এরপর বাসে করে এবং বেশ কয়েকটি গাড়িতে করে সাধু সন্তরা এসে পৌঁছান রাজভবনের বাইরে। তারপর সাধু সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী।
এদিকে বিষয়টি নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “রাজভবন এখন রাজনীতির আখড়া হয়ে গিয়েছে।”