Suvendu Adhikari: বাঙালি-হিন্দুর ভাবাবেগে আঘাত করে অধিবেশন ডাকা হয়েছে: শুভেন্দু
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই বেতন-বৃদ্ধি কার্যকর করতে গেলে বিলে সংশোধনী আনা প্রয়োজন। সেই সংশোধনী আনার জন্যই ডাকা হয় অধিবেশন।
কলকাতা: সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয় রাজ্য বিধানসভায়। বেতন ও ভাতা সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জন্যই এই অধিবেশন ডাকা হয়। তবে দেবীপক্ষের দ্বিতীয়ার দিন এভাবে অধিবেশন ডেকে ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে বিধানসভায় প্রবেশ করার সময়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেন, “বাঙালি-হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। আজ নবরাত্রির দ্বিতীয় দিন অর্থা দ্বিতীয়া। অনেকেই এদিন নবরাত্রির উপোস করে থাকেন। তার মধ্যেই ডেকে আনা হয়েছে।” এছাড়া দুর্গা পুজোর অষ্টমীর দিন মদের দোকান কেন খোলা রাখা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু।
গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই বেতন-বৃদ্ধি কার্যকর করতে গেলে বেতন ও ভাতা সংক্রান্ত বিলে সংশোধনী আনা প্রয়োজন। সেই সংশোধনী বিল আনতেই সোমবার বিধানসভার অধিবেশন ডাকা হয়। এদিকে, অধিবেশনের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে রাজভবনে ফাইল পাঠানো হলেও সেই ফাইলে স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বিজেপিও প্রথম থেকেই এই অধিবেশন নিয়ে আপত্তি জানিয়েছে। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে এত তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, গত কয়েক বছর ধরে দুর্গা পুজোয় কোনও ‘ড্রাই ডে’ থাকে না। অর্থাৎ পুজোর চার দিনই খোলা থাকে মদের দোকান। এদিন সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “স্বাধীনতার পর প্রথম ওরাই অষ্টমীর দিন মদের দোকান খুলেছে।”