Suvendu Adhikari on Governor: রাজ্যপালের মুখে মমতার প্রশংসা, শুভেন্দু বললেন ‘রিহার্সাল’

Suvendu Adhikari on Governor: মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তুলে আনেন মনুস্মৃতির শ্লোক। বলেন, “যত্র নারীয়াস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবত। একজন নারী যখন সম্মানিত হন দেবতাও হর্ষিত হন।”

Suvendu Adhikari on Governor: রাজ্যপালের মুখে মমতার প্রশংসা, শুভেন্দু বললেন 'রিহার্সাল'
রাজ্যপাল প্রসঙ্গে শুভেন্দু (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 12:02 AM

কলকাতা : রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) সম্পর্কে রাজ্য বিজেপির অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবার সেন্ট জেভিয়ার্সে রাজ্যপালের বক্তব্য সম্পর্কেও পরোক্ষে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ডি.লিট সম্মান প্রদান করা হয়েছে। সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই রাজ্যপালের সেই বক্তব্য নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)।

টুইটে শুভেন্দু লিখেছেন, ‘আজ রাজ্যপালের ভাষণ শুনে মনে হয়েছে, আসন্ন বাজেট অধিবেশনে বক্তব্য পেশ করার আগে রিহার্সাল দিচ্ছেন তিনি।’ রাজ্যপালের বক্তব্যের বিরোধিতা, তাঁর টুইটে স্পষ্ট।

অনেকেরই মনে আছে, গত বারের বাজেট অধিবেশনে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় পুরো ভাষণ শেষ না করেই অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন। ভাষণ শুরু হতেই বিজেপির হট্টগোলে উত্তাল হয়েছিল অধিবেশন কক্ষ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এদিন টুইটে শুভেন্দু বোঝাতে চেয়েছেন, বাজেট অধিবেশনের ভাষণ রীতি মেনেই পড়বেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শুধু শুভেন্দু নন, বিজেপির অনেক নেতাই রাজ্যপালের এদিনের বক্তব্যের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, ডি লিট প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী প্রশংসা করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না রাজ্যপালের কাছে। উল্লেখ্য, সম্প্রতি সরস্বতী পুজোর দিন রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানও কার্যত বয়কট করেছিলেন রাজ্য বিজেপির নেতারা।

উল্লেখ্য, এদিন চার্চিল, মিল্টন, বাজপেয়ীর উন্নয়নযজ্ঞের সঙ্গে একই সারিতে মমতাকে বসিয়েছেন রাজ্যপাল। রাজনীতির গুরুত্বভার কাঁধে নিয়েও লেখালেখিতে নিজেদের ছাপ রেখেছেন এমন বহু গুণী রয়েছেন। এ প্রসঙ্গেই তুলে ধরেন চার্চিল, মিল্টন, বাজপেয়ীর কথা।