ED Raids: ‘সঙ্গদোষ, এ তো শুধু ট্রেলার, ছবি এখনও বাকি’, ইঙ্গিতপূর্ণ টুইট শুভেন্দুর

ED Raids: প্রথমে একটি টুইটে উদ্ধার হওয়া টাকার গাদা এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করে প্রশ্ন তুলে দিয়েছেন, "এটাই কি হিমশৈলের চূড়ামাত্র?"

ED Raids: 'সঙ্গদোষ, এ তো শুধু ট্রেলার, ছবি এখনও বাকি', ইঙ্গিতপূর্ণ টুইট শুভেন্দুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 12:24 AM

কলকাতা : ২০ কোটি টাকা উদ্ধার ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। যাঁর বাড়ি থেকে ওই বিশাল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে ইডির তরফে দাবি করা হচ্ছে। আর এর পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একের পর এক টুইটে রাজ্যের শাসক শিবিরকে বিদ্ধ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে একটি টুইটে উদ্ধার হওয়া টাকার গাদা এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করে প্রশ্ন তুলে দিয়েছেন, “এটাই কি হিমশৈলের চূড়ামাত্র?”

এরপর আরও একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে একটি ছবি পোস্ট করেছেন শুভেন্দু। তার সঙ্গে বিরোধী দলনেতা টুইটে লিখেছেন, “গিল্টি অব অ্যাসোসিয়েশন (সঙ্গ দোষ)। একটি আইনি পরিভাষা, যা বোঝায় তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, যখন কারও সঙ্গে পরিচয় থাকার ভিত্তিতে কেউ অভিযুক্ত হয়।” সঙ্গে তিনি আরও বলেন, “এমনিই বললাম। এ তো শুধু ট্রেলার। পুরো ছবি এখনও বাকি রয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মোট ১৪ জায়গায় অভিযান চালানো হয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকাল থেকে মধ্যরাত পেরিয়ে গিয়েছে। এখনও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছেন ইডির অফিসাররা। এমনকী রাত সাড়ে দশটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরও এখটি গাড়ি এসে পৌঁছায় নাকতলায়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর এমন একের পর এক টুইটে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে।