Suvendu Adhikari: ‘ছবি কেনার চার্জশিট তৈরি’, সরাসরি মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর
Suvendu vs Mamata: শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। বিপদে আপনারা দুইজনেই পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার চার্জশিট লেখা হয়ে আছে।"
কলকাতা : এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে রাখলেন, ‘চার্জশিট’ তৈরি আছে। ‘কাচের ঘরে বসে ঢিল না মারা’র পরামর্শও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই হুঁশিয়ারির পরই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, সারদা মামলায় গ্রেফতার সুদীপ্ত সেনের মুখে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর নাম শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে কোনও আসামি কোনও কিছু নিয়ে অভিযোগ করলে, সেটা আইনত ধরা হয় না। এই নিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলাম। আমার দাবি ছিল কী করে এই বয়ান উনি দিলেন, কে এই বয়ান ওনাকে লিখে দিলেন, তার আগে তদন্ত করতে হবে।”
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ও অভিষেকের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, “সিবিআই শুধু তদন্ত করুক। তাহলে চক্রান্তকারী কারা, তাঁরা কীভাবে জেল কর্তৃপক্ষকে দিয়ে এটি লিখিয়েছেন এবং কী প্লট, তা বেরিয়ে আসবে। আমার সুবিধাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। বিপদে আপনারা দুইজনেই পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার চার্জশিট লেখা হয়ে আছে। জমা দেওয়া অপেক্ষায় আছি।”
শুভেন্দুর এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছেন সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, “এখন মুশকিল হল সিবিআই এবং বিজেপি পার্টি এক হয়ে গিয়েছে। সিবিআই কাকে গ্রেফতার করবে, বিজেপি পার্টির লোকরা বলছে। কোথায় চার্জশিট তৈরি, সেটি কি বিজেপি নেতাদের বলার কথা, নাকি সিবিআই আধিকারিকদের? সুতরাং এই সব অবান্তর কথা বলে নিজেকে হাস্যকর কেন করছেন শুভেন্দু?” তৃণমূল নেতা তাপস রায়ও বলেন, “প্রতিহিংসার রাজনীতি করছে। যা পারছে তাই বলছে। কিন্তু নিজেরাও জানে এদের ক্ষমতা কত।”
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দরজা খুলে দিলে বিজেপির স্রোত আটকানো যাবে না। এবার অভিষেকের সেই মন্তব্যেরও পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, “আগে ওদের নিজেদের ঘর সামলাক। বিজেপি থেকে লোক নিয়ে বলতে হয় ওরা বিজেপিতে আছেন। এই তো তৃণমূলের অবস্থা।” তবে শুভেন্দুর এই মন্তব্যকে মোটেই বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। তাপস রায় এ দিন পাল্টা বলেন, “ভোটের দিনই দেখা যাবে, কে কার ঘর ভাঙবে। এমনিতেই তো ধরে রাখতে পারছে না। খুব খারাপ অবস্থা।”