Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Saha: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহাকে তলব সিবিআই-এর, আজই হাজিরার নির্দেশ

Tapas Saha: তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করা হয়েছে। প্রথমে এই মামলার তদন্ত করছিল রাজ্যের অ্যান্ট কোরাপশন ব্রাঞ্চ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।

Tapas Saha: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহাকে তলব সিবিআই-এর, আজই হাজিরার নির্দেশ
তাপস সাহাকে তলবImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 8:55 AM

কলকাতা:  তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করল সিবিআই। টাকার বিনিময়ে চাকরির মামলায় তাপসকে শুক্রবার সিবিআই-এর দুর্নীতি দমন শাখা নিজাম প্যালেসে তলব করেছে।  এই নিয়ে দ্বিতীয়বার তলব করল সিবিআই। তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করা হয়েছে। প্রথমে এই মামলার তদন্ত করছিল রাজ্যের অ্যান্ট কোরাপশন ব্রাঞ্চ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি  চালিয়েছিলেন। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল সে সময়ে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। ১৫ ঘণ্টার তল্লাশির পর সিবিআই বাড়ি থেকে বেরিয়ে গেলে লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি।

তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তৃণমূলের আরও একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তবে সিবিআই তল্লাশির পর তাপস দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।