১০ ফেব্রুয়ারির ‘ডেডলাইন’, নবান্নর আশ্বাসে আপাত বিরতি শিক্ষক আন্দোলনে

সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে তাই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল। তবে সরকারকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে।

১০ ফেব্রুয়ারির 'ডেডলাইন', নবান্নর আশ্বাসে আপাত বিরতি শিক্ষক আন্দোলনে
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 6:24 PM

কলকাতা: আপাতত পার্শ্বশিক্ষক-সহ একাধিক শিক্ষক সংগঠনের আন্দোলনে (Teachers Protest) সাময়িক বিরতি। এদিন আন্দোলনরত শিক্ষকদের পাঁচজনের একটি প্রতিনিধিদল নবান্নে যান। সেখানে বৈঠক করেন কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠক শেষে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা জানানো হয় শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে।

শিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয়, বৈঠক সদর্থক হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে তাই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল। তবে সরকারকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে সরকার দাবি-দাওয়া মিটিয়ে সমস্যার সমাধান করে দিলে বিজয় উৎসব করবেন তারা। নতুবা ফের ওই দিনই নবান্ন অভিযান করা হবে বলে জানিয়েছেন ঐক্য মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম। ফলে সোমবার থেকে শুরু হওয়া শিক্ষকদের এই অবস্থান আন্দোলন বিরতি পেল দুদিনের মাথাতেই।

প্রথমদিন নবান্ন অভিযানে পুলিসি বাধা পেয়ে নতুন করে এদিন পথে নামার পরিকল্পনা ছিল শিক্ষকদের। তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি। তার আগেই পুলিসের পক্ষ থেকে ঐক্য মঞ্চকে জানানো হয়, আলোচনায় বসতে চেয়েছে সরকার। সেই মতো এদিন দুপুরে নবান্নে পৌঁছে যায় ঐক্য মঞ্চের প্রতিনিধিরা।

আরও পড়ুন: প্রশাসনের ‘হোমওয়ার্কে’ সন্তুষ্ট নন জৈন, বেঁধে দিলেন শান্তিপূর্ণ নির্বাচনের টার্গেট

সূত্রের খবর, বৈঠকে সরকার জানিয়েছে যে শিক্ষকদের দাবি-দাওয়া মেটানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আশ্বস্ত হয়েছেন আন্দোলনকারীরাও। তবে সমস্যা সমাধানের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নাহলে ফের একবার আন্দোলনের পথেই হাঁটবেন তাঁরা।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়: সৌমিত্র খাঁ