Weather Update: কলকাতায় আজও ৪০! হাঁসফাঁস গরম থেকে নিস্তার কবে? দিনক্ষণ জানিয়ে স্বস্তির বার্তা হাওয়া অফিসের

Weather Update: আগামী কয়েক বৃষ্টি নামতে পারে বলেও পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা। ২২ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Weather Update: কলকাতায় আজও ৪০! হাঁসফাঁস গরম থেকে নিস্তার কবে? দিনক্ষণ জানিয়ে স্বস্তির বার্তা হাওয়া অফিসের
গ্রাফিক্স- শুভ্রনীল দে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 6:18 PM

কলকাতা: কলকাতা সহ দক্ষিণের প্রায় বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার তাপমাত্রা বেশ কয়েকদিন আগেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। আজও শহরে গরমে হাঁসফাঁস অবস্থা। কলকাতার তাপমাত্রা আজও ৪০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। জলীয় বাষ্প কিছুটা ঢুকেছে বটে রাজ্যে, কিন্তু বৃষ্টির দেখা এখনও মিলছে না। যেটুকু জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়, তা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরির জন্য যথেষ্ট নয়। সেই কারণেই জলীয় বাষ্প ঢুকলেও এখনও বৃষ্টি হচ্ছে না। যদিও আগামী কয়েক বৃষ্টি নামতে পারে বলেও পূর্বাভাস দিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা। ২২ তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

একনজরে দেখে নেওয়া যাক গত ২৪ ঘণ্টায় কোথায় কত তাপমাত্রা ছিল

দমদম – ৪১.২ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ডহারবার – ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস ক্যানিং – ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস বালুরঘাট – ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস দিঘা – ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলদিয়া – ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস মগরা – ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর – ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে সোমবার আবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই নিয়ে কলকাতার তাপমাত্রা চলতি মরশুমে তিনবার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করল। প্রথম ছিল ১৩ এপ্রিল, তারপর ১৪ এপ্রিল এবং তারপর ১৭ এপ্রিল। উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামিকাল ১৮ এপ্রিল উত্তরের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

বৈশাখের দাবদাহে পুড়ছে আসানসোল শিল্পাঞ্চলও। আগামী তিন দিন শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস  থেকে বাড়তে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এলাকায় বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলি রাস্তায় নামে জল বাতাসা বিলি করছে। যাঁদের চায়ের দোকান রয়েছে, তাঁরা এখন চা বিক্রি বন্ধ করে আমপোড়ার শরবত নিয়ে বসেছে আসানসোল বাজারে। এদিকে পূর্ব মেদিনীপুরে আবার জেলাশাসকের দফতর মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নন্দকুমারের বিডিও শানু বক্সিও। তাঁকে দ্রুত তাম্রলিপ্ত  মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তীব্র গরমের কারণেই এই অসুস্থতা বলে জানা যাচ্ছে।