TET: ভিতরে শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST বৈঠক, বাইরে দাঁড়িয়ে ডিএলএডের চাকরিপ্রার্থীরা

TET: ২০২২ সালের ১১ ডিসেম্বর অর্থাৎ আজকের দিন‌ই পরীক্ষা হয়েছিল প্রাথমিক টেটের। এখন‌ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। হয়নি ইন্টারভিউও। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানাতে এদিন বিকাশ ভবনে হাজির হন চাকরিপ্রার্থীরা।

TET: ভিতরে শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST বৈঠক, বাইরে দাঁড়িয়ে ডিএলএডের চাকরিপ্রার্থীরা
ডিএলএড চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:18 PM

কলকাতা: চাকরির দাবিতে ১ হাজার দিন পার করেছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মাথা ন্য়াড়া করে প্রতিবাদে মুখর হয়েছেন তাঁরা। সেই চাকরিপ্রার্থীদের নিয়ে সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী যখন বৈঠকে, তখন বিকাশভবনে হাজির হলেন আরেক দল চাকরিপ্রার্থী। এস‌এল‌এসটির আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের দিন‌ই বিকাশভবনে হাজির ২০২২ সালে টেট উত্তীর্ণ ডিএল‌এড চাকরিপ্রার্থীরা।

২০২২ সালের ১১ ডিসেম্বর অর্থাৎ আজকের দিন‌ই পরীক্ষা হয়েছিল প্রাথমিক টেটের। এখন‌ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। হয়নি ইন্টারভিউও। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানাতে এদিন বিকাশ ভবনে হাজির হন চাকরিপ্রার্থীরা। তবে শিক্ষামন্ত্রীর দেখা না পেয়ে প্রাথমিক টেটে চাকরিপ্রার্থীদের বক্তব্য, শিক্ষামন্ত্রী দেখা না করলে তাঁরাও এস‌এল‌এসটির চাকরিপ্রার্থীদের মতো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

চাকরিপ্রার্থী মোহিত কারাতির কথায়, “২০১৭ সালের পর থেকে ৫ বছর কোনও টেট হয়নি রাজ্যে। ২০২২ সালে পরীক্ষা হল। এক বছর হয়ে গেল অথচ ইন্টারভিউয়ের কোনও নোটিফিকেশন নেই। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বারবার চেষ্টা করেছি। চেষ্টা করেছি অন্যান্য জনপ্রতিনিধিদের সাক্ষাৎ পেতে। আইনি পদ্ধতি মেনেছি। হাওড়া, শিবপুর, বিধাননগর থানা এমনকী লালবাজারেও আটক হয়েছি।”

মোহিতদের অভিযোগ, ৬ বছর ধরে বসে আছেন তাঁরা। চাকরি নেই। অথচ এ নিয়ে শিক্ষা দফতরের কোনও হেলদোলও নেই। কোনও বার্তা নেই চাকরিপ্রার্থীদের জন্য। মোহিতই জানান, “আজ আমাদের চিঠি পুলিশ নিয়ে গেল। শিক্ষামন্ত্রীর কাছে নিয়ে গেল চিঠি। উনি বললেন এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখবে। স্কুল শিক্ষা দফতরেরও তো বিষয়ও এটা। এসএসসির বৈঠক আছে বলে আমরা আজ কোনও বিক্ষোভ করছি না। তবে পুলিশকে জানিয়ে আজ আমরা ২ জন প্রতিনিধি এসেছি। এরপর সময় না পেলে বড়সড় আন্দোলন হবে। বাধ্য হয়েই তা করতে হবে আমাদের।”