TET: চাকরির দাবিতে মুখে কালি মেখে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ভিতরে বৈঠকে ব্রাত্য

TET: এক চাকরিপ্রার্থী বলেন, "আমাদের একটাই দাবি দ্রুত ইন্টারভিউয়ের জন্য ডাকতে হবে। ২০১৭ সালের পর ২০২২ সালে টেট হল। ৫-৬ বছর পর রাজ্যে প্রাথমিকের টেট হয়েছে। এক বছর হতে চলল আমাদের রেজাল্ট বেরিয়েছে। এখন একটা ইন্টারভিউয়ের নোটিফিকেশনের জন্যও আমাদের পথে বসতে হচ্ছে। কোনও কারণ আছে এটার?"

TET: চাকরির দাবিতে মুখে কালি মেখে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ভিতরে বৈঠকে ব্রাত্য
কালি মেখে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 7:47 PM

কলকাতা: ২০২২ সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা এবার আন্দোলনে। শুক্রবার বিকাশ ভবনে একটি প্রতিনিধি দল যায়। রাস্তায় বসে মুখে কালি মেখে বিক্ষোভ দেখায় তারা। যদিও পরে পুলিশ তাদের সেখান থেকে তুলে দেয়। চাকরিপ্রার্থীদের তোলা হয় গাড়িতে। ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, আরও একটা টেট হতে চলেছে সামনের রবিবার। অথচ তাঁরা এখনও ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন না।

এক চাকরিপ্রার্থী বলেন, “আমাদের একটাই দাবি দ্রুত ইন্টারভিউয়ের জন্য ডাকতে হবে। ২০১৭ সালের পর ২০২২ সালে টেট হল। ৫-৬ বছর পর রাজ্যে প্রাথমিকের টেট হয়েছে। এক বছর হতে চলল আমাদের রেজাল্ট বেরিয়েছে। এখন একটা ইন্টারভিউয়ের নোটিফিকেশনের জন্যও আমাদের পথে বসতে হচ্ছে। কোনও কারণ আছে এটার?”

এদিন বিকাশ ভবনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন বৈঠক করছেন, তখন রাস্তায় বসেছেন ডিএলএড-প্রশিক্ষিতরা। কালি মেখেছেন দু’হাত ভরে। বলছেন, এটাই প্রতিবাদের ভাষা। এ কালি লজ্জার। তবে এ লজ্জা সরকারের। পড়াশোনা করেও মেধা থাকা সত্ত্বেও চাকরি দিতে না পারার লজ্জা। চাকরিপ্রার্থীরা বলছেন, তাঁরা তো টেট না হওয়ায় এমনিই ৫ বছর ধরে বঞ্চিত। তারপর যদি বা পরীক্ষা হল, এখনও চাকরির ভবিষ্যৎ ঝুলেই রয়েছে।