মামলাকারী টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনেও, নির্দেশ কোর্টের

মঙ্গলবার আদালত জানিয়ে দিল দ্রুততার সঙ্গে মামলাকারীদের নম্বর দিতে হবে। একইসঙ্গে ইন্টারভিউয়ের ফর্ম যাতে দ্রুত অনলাইনে জমা দেওয়া যায় সে নির্দেশও দিয়েছে আদালত। 

মামলাকারী টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনেও, নির্দেশ কোর্টের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 6:04 PM

কলকাতা: প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। মামলাকারীরা নিয়োগ পদ্ধতিতে স্থগিতাদেশ চেয়েছিলেন, তাতে সম্মতি দেয়নি আদালত। বদলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারবেন মামলাকারী চাকরি প্রার্থীরা। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তাঁদের এই সুযোগ দিতে হবে। বোর্ডের আইনজীবী ছিলেন রাতুল বিশ্বাস। তিনি জানান, আদালত স্থগিতাদেশ তো দেয়নি। তাতেই তাঁরা খুশি।

আরও পড়ুন: জিজ্ঞাসা: টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি, জেনে নিন পুঙ্খানুপুঙ্খ তথ্য

গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টেট-র ভিত্তিতে ১৬৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। নির্দেশিকা অনুযায়ী, ২০১৪ সালে টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এরপরই পায়েল বাগ, রিন্টি বোস-সহ বেশ কয়েকজন চাকরি প্রার্থী এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতে যান। তাঁদের আবেদন ছিল, ২০১৪ সালের প্রশ্নপত্রে ছ’টি ভুল প্রশ্ন করা হয়। তা সত্ত্বেও যাঁরা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাঁদের পুরো নম্বর দিতে হবে। আদালত ওই মামলার ভিত্তিতে নির্দেশ দিয়েছিল, যাঁরা ওই ছয় প্রশ্নের জবাব দিয়েছেন তাঁদের যেন নম্বর দেওয়া হয়। কিন্তু এখনও তা দেওয়া হয়নি বলেই অভিযোগ।

মঙ্গলবার আদালত জানিয়ে দিল দ্রুততার সঙ্গে মামলাকারীদের নম্বর দিতে হবে। একইসঙ্গে ইন্টারভিউয়ের ফর্ম যাতে অনলাইনে জমা দেওয়া যায় সে নির্দেশও দিয়েছে আদালত। ফলে এর আগে যে পরীক্ষার্থীরা ফর্ম ফিলআপ করতেই পারছিলেন না। এবার তাঁরা অনলাইনেও তা পারবেন।

২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী ৮ তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয় সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন বলেও জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: আপডেট: সৌরভের বড় কিছু হয়নি, বাড়ি ফিরছেন বুধবার, আশ্বাস দেবী শেঠির