Junior Doctor’s Protest: ‘৭ দফা দাবির কাজ হয়েছে’, দাবি মুখ্যসচিবের, ‘মিথ্যে কথা’ বললেন ডাক্তাররা
Kolkata: এ দিন মনোজ পন্থ বলেন, "জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি ছিল, তার মধ্যে সাত দফা দাবির কাজ ইতিমধ্যেই হয়েছে। সাত দফা দাবির মধ্যে কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে। আমরা সেটা সিনিয়র চিকিৎসকদের জানিয়েছি।
কলকাতা: দশ দফা দাবির জন্য লড়ছেন জুনিয়র চিকিৎসকরা। অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। যতক্ষণ না সেই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত চলবে লড়াই। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন, ডাক্তারদের দশ দফা দাবির মধ্যে সাত দফা মেনে নেওয়া হয়েছে। যদিও, মুখ্য সচিবের সেই বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা।
এ দিন মনোজ পন্থ বলেন, “জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি ছিল, তার মধ্যে সাত দফা দাবির কাজ ইতিমধ্যেই হয়েছে। সাত দফা দাবির মধ্যে কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে। আমরা সেটা সিনিয়র চিকিৎসকদের জানিয়েছি। বাকিদের দাবিগুলি রয়েছে সেগুলি প্রশাসনিক সিদ্ধান্ত। তাই এগুলোর কোনও টাইমলাইন দেওয়া যাবে না।”
মনোজ পন্থের এই বক্তব্য শোনার পর পাল্টা জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের দাবি, “এটা মিথ্যে কথা। ৯০ শতাংশ কাজ মোটেও হয়নি। সেই গ্রাউন্ড রিপোর্ট আমরা দিতে পারি। সাতটা দাবি যে মেনে নেওয়া হয়েছে বলছে। সেটা ভিত্তিহীন। হ্যাঁ পাইলট প্রোজেক্ট চালানো হবে বলছে। প্রথমত, বৈঠক সিনিয়রদের সঙ্গে হয়েছে। আমাদের সঙ্গে হয়নি। বাকি তিনটির জন্য টাইমলাইন দিক। এই আশ্বাস কেন দিচ্ছে না।”