বাড়ল আরও ১২ জোড়া ট্রেন, সোমবার থেকে ২৪০টি মেট্রো চলবে কলকাতায়

Kokata Metro: আগামী সোমবার থেকে ফের বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। জানাল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

বাড়ল আরও ১২ জোড়া ট্রেন, সোমবার থেকে ২৪০টি মেট্রো চলবে কলকাতায়
কলকাতা: হাতে আর এক মাস সময়ও বাকি নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে এসেছে দুয়ারে। আগামী মাসে এই সময় পুজো থাকবে মধ্যগগণে। সেই কথা মাথায় রেখে এ বার এক ধাক্কায় মেট্রো পরিষেবা (Kolkata Metro) আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 8:43 PM

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) রাজ্যে সংক্রমণ বেড়েছিল হু হু করে। সেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই অন্যান্য পরিষেবার মতো মেট্রো (Metro) চলাচলেও আসে নিষেধাজ্ঞা। পরে মেট্রো চালু হলেও এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক দফায় বেড়েছে মেট্রোর সংখ্যা। তবে আগামী সোমবার থেকে ফের বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। জানাল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে খবর, সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৪০টি করে মেট্রো চলবে কলকাতায়। অফিস যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে আরো ১২ টি অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে খবর মেট্রো সূত্রে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে গত ৬ তারিখ একটানা বৃষ্টির কারণে ধস নামে। যার ফলে অসুবিধার মুখে পড়ে পরিষেবা। যদিও তারপর যুদ্ধকালীন তৎপরতায় মেট্রো কর্তৃপক্ষ সেখানে ভরাট করার কাজ। সে সব অসুবিধা কাটিয়ে উঠে ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। স্বাধীনতা দিবসের পরদিন অর্থাৎ, সোমবার থেকে চলবে ২৪০ টি মোট মেট্রো ট্রেন। বাড়ল ১২ টি মেট্রো ট্রেন। পাশাপাশি, সোমবার থেকে রাত ৯ টায় দুই প্রান্ত থেকে ছাড়বে শেষ মেট্রো। তবে রবিবার মেট্রো পরিষেবা আপাতত বন্ধই থাকবে।

এদিন কলকাতা মেট্রোর তরফে বলা হয়, “যুদ্ধকালীন তৎপরতায় মেট্রো কর্তৃপক্ষ সেখানে ভরাট করার কাজ শুরু করেছি। তবে আমরা সতর্ক রয়েছি। সে কারণে দক্ষিণেশ্বর নোয়াপাড়া ওই জায়গায় মেট্রো ধীরে চালানো হচ্ছে যাতে কোন অসুবিধা না হয়।”

এর আগে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৩ অগস্ট, শুক্রবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেট্রো। অফিস টাইমে অর্থাৎ, সকালের দিকে ও সন্ধের পর ৫ মিনিট অন্তর মেট্রো চলবে। সোম থেকে শুক্রবার দিনে মোট ২২৮টি অর্থাৎ আপ লাইনে ১১৪ টি ও ডাউন লাইনে ১১৪ টি ট্রেন চলবে। শনিবার চলবে মোট ১১৪ টি ট্রেন, আপ ও ডাউন লাউনে ৫২ টি করে মেট্রো চালানো হবে। রবিবার আপাতত কোনও মেট্রো চলবে না।

উল্লেখ্য, লকডাউনে পরিষেবা বন্ধের পর গত গত ১৬ জুলাই ফের চালু হয় মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ছিল পরিষেবার সময়সীমা। প্রথমে মোট ৯৬ জোড়া ট্রেন চলছিল। শনি ও রবিবার রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক বন্ধ ছিল পরিষেবা। আপাতত আরও এক ঘণ্টা বাড়িয়ে আগামী সোমবার থেকে রাত ৯ টায় দুই প্রান্ত থেকে ছাড়বে শেষ মেট্রো। আরও পড়ুন: ‘মনে বিজেপিই আছে এখনও’, মুকুলের ধাঁধার পর দিলীপের ‘গুগলি’, জল্পনা তুঙ্গে