শনিবারের পর রবিবার, যে কোনও সময় আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি
গত কাল শনিবারই রাজ্যের বেশ কয়েক জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। যার জেরে কোথা কোথাও জমিতে ক্ষয়ক্ষতিও হয়েছে।
কলকাতা: শনিবারের পর রবিবার ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস (weather office)। শনিবার বিকেলেও রাজ্যের একাধিক জায়গায় ঝড় আছড়ে পড়ে। এবার রবিবার ফের একাধিক জেলায় আছড়ে পড়তে পারে ঝড়। এ দিনই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০-৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সেই ঝড়। সঙ্গে বৃষ্টি হওয়ারও সম্ভাবনাও রয়েছে। এ দিন দুপুর থেকেই বিভিন্ন জেলায় আকাশ মেঘলা হয়ে আসে। যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। প্রবল গরমের মধ্যে এই ঝড়-বৃষ্টি কিছুটা আশার আলো দেখাবে বলেই মনে করছে রাজ্যবাসী।
শনিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। তারপর সন্ধেয় সজোরে ঝোড়ো হাওয়া ধাক্কা মারে। প্রত্যেক দিনই পারদ পৌঁছাচ্ছিল চল্লিশের কোঠায়। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, এ বছর রেকর্ড গরমের সাক্ষী থাকবে বাংলা। তাই এই ঝড় শহরবাসীকে টুকরো স্বস্তি দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: খাস কলকাতায় শ্বাসকষ্টের রোগীকে ফেরাল ৭ হাসপাতাল, ভোর রাত পর্যন্ত ঘুরেও হল না করোনা পরীক্ষা
তবে বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। চাষের জমি তছনছ হয়ে যায়। তাই স্বস্তি মিললেও সেখানে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে।