TMC: তিলোত্তমাকাণ্ডের জের? স্বাস্থ্য ক্ষেত্রে নতুন সংগঠন গড়ছে তৃণমূল, নেতৃত্বে শশী
TMC: তৃণমূলের চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন রয়েছে। নাম প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসেসিয়েশন। আর নতুন যে সংগঠনটি করা হচ্ছে, তার নাম হতে পারে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরা এই সংগঠনের সদস্য হতে পারবেন।
কলকাতা: একটি সংগঠন থাকার পরও রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আরও একটি সংগঠন গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হবে নতুন এই সংগঠন। জানা গিয়েছে, নতুন এই সংগঠনের নেতৃত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তৃণমূলের নতুন সংগঠন নিয়ে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি।
তৃণমূলের চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন রয়েছে। নাম প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসেসিয়েশন। আর নতুন যে সংগঠনটি করা হচ্ছে, তার নাম হতে পারে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনের শীর্ষে থাকবেন পেশায় চিকিৎসক শশী পাঁজা।
কিন্তু, যেখানে স্বাস্থ্য ক্ষেত্রে শাসকদলের একটি সংগঠন রয়েছে, সেখানে আরও একটি সংগঠন গড়ার কারণ কী? রাজনৈতিক মহলের একাংশ এর পিছনে আরজি কর কাণ্ডের আন্দোলনের প্রভাব দেখছেন। তিলোত্তমাকাণ্ডের পর রাস্তায় নামেন জুনিয়র ডাক্তাররা। সরব হন সাধারণ মানুষও। দলের চিকিৎসক সংগঠনের নেতারা সেই পরিস্থিতি মোকাবিলা ঠিকমতো করতে পারেননি বলে মনে করছে শাসকদল। সেই কারণে শশী পাঁজার নেতৃত্বে নতুন সংগঠনের দলের শীর্ষ নেতৃত্ব অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, শশী পাঁজা সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছেন। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনের কথা ঘোষণা করবেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সংগঠন কাজ করবে বলে তৃণমূলের মুখপত্রে বলা হয়েছে।
এই খবরটিও পড়ুন
তৃণমূলের নতুন সংগঠন নিয়ে কটাক্ষ করে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “একটা নতুন সংগঠন তৈরি হল, যারা রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা নয়, বরং দখল করার চেষ্টা করবে। এবার তো তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হবে। ডাক্তারদের যদি মাথা না ফাটে, সেটাই অনেক। ডাক্তাররা সুস্থ থাকুন, এটাই আমরা চাই।”