Kunal Ghosh: ক্লিনিক, নার্সিংহোমেও ‘সাফাই’ চাইছেন কুণাল, ‘সরকারে কারা আছে?’, পাল্টা প্রশ্ন চিকিৎসকের
Kunal Ghosh: কুণাল ঘোষের প্রশ্ন, 'সরকারি,বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম,ক্লিনিক,ওষুধ কোম্পানি,ডায়াগস্টিক সেন্টার,পেসমেকার ও সরঞ্জাম কোম্পানি, বিদেশভ্রমণ,বীমাসহ সর্বত্র। কেন মানুষের এত খরচ? টাকা যায় কোথায়?বিল বাড়ে কেন?'
সম্প্রতি আরজি কর নিয়ে একাধিক পোস্ট করেন কুণাল। প্রায় প্রতিটি পোস্টের উপর দোষীদের শাস্তি চেয়ে তৃণমূল নেতা আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন। কখনও তা কটাক্ষের সুরে বা কখনও নরম সুরে। এমনকী,কালীঘাটে যেদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হওয়ার কথা ছিল সেইদিনও চিকিৎসকরা তার আগে কী আলোচনা করেছিলেন সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তৃণমূল নেতা। আর এবার গোটা স্বাস্থ্যভবনই সাফাইয়ের ডাক তাঁর গলায়।
কুণাল ঘোষের প্রশ্ন, ‘সরকারি,বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম,ক্লিনিক,ওষুধ কোম্পানি,ডায়াগস্টিক সেন্টার,পেসমেকার ও সরঞ্জাম কোম্পানি, বিদেশভ্রমণ,বীমাসহ সর্বত্র। কেন মানুষের এত খরচ? টাকা যায় কোথায়?বিল বাড়ে কেন?’ সাফাই চেয়েছেন সর্বত্র। কুণাল এও বলেছেন,’কয়েকজন চিকিৎসক রোগীর বন্ধু।’ তবে এত এত বিল কেন বাড়ছে তার তদন্ত হওয়া উচিত মেডিক্যাল সিস্টেমের সর্বত্র।
তবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বলতে গিয়ে কুণাল কাকে নিশানা করতে চাইলেন? চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা বলেন, “আমাদের সরকার এবং স্বাস্থ্য মন্ত্রীকেই নিশ্চয় নিশানা করেছেন। আর স্বাস্থ্য ব্যবস্থা যদি পচে গিয়ে থাকে তার দায় তো তাঁদেরকেই নিতে হবে যারা দায়িত্বে আছেন। সরকারে আছেন। এর উত্তর তো স্বাস্থ্যমন্ত্রী দেবেন। আমাদের তো উত্তর দেওয়ার কথা নয়। আর চিকিৎসকদেরই তো দাবি স্বাস্থ্য ব্যবস্থা পচে গিয়েছে। সাফাই অভিযানে তো আমরা নেমেছি। আর ফেসবুকে এত বাণী না গেয়ে উনি কিছু করুন কাজকর্ম।”